শিরোনাম ২৪ ডেস্ক, ৬
আগস্টঃ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । সোমবার সকালে কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান, হিতেন রায় ও ছোটন বর্মণ নামের দুই যুবককে পিস্তল
কয়েক রাউন্ড গুলি ও ম্যাগাজিন সহ গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ । জানা গিয়েছে
, রবিবার রাতে দিনহাটা শহরের কৃষিমেলা এলাকায় অস্ত্র বিক্রি হবে বলে গোপন সূত্রে
খবর পায় দিনহাটা থানার পুলিশ । খবর পেয়েই দিনহাটার এস ডি পি ও উমেশ জী খন্ডোয়ালের
নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী কৃষিমেলা এলাকায় নাকা চেকিং শুরু করে ।
খবরটি দেখতে এখানে ক্লিক করুন
সে সময় দিনহাটার বাসিন্দা হিতেন রায় ও ছোটন বর্মণের কাছ থেকে ৪ টি ৭.৬৫ রিভলবার, ৭ টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ১ টি স্মার্ট সহ ৩ টি ফোন ও একটি ডোঙ্গল উদ্ধার করে মহকুমা পুলিশ আধিকারিক । কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে বলেন , ধৃত দুই যুবককে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে । তাঁদের জিজ্ঞাসাবাদ করে যাতে অস্ত্র ব্যবসার সাথে জড়িত লোকজনদের সন্ধান পাওয়া যায় ।” জেলার এই পুলিশ কর্তার দেওয়া তথ্য মোতাবেক, এখনও পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ টি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।
খবরটি দেখতে এখানে ক্লিক করুন
সে সময় দিনহাটার বাসিন্দা হিতেন রায় ও ছোটন বর্মণের কাছ থেকে ৪ টি ৭.৬৫ রিভলবার, ৭ টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ১ টি স্মার্ট সহ ৩ টি ফোন ও একটি ডোঙ্গল উদ্ধার করে মহকুমা পুলিশ আধিকারিক । কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে বলেন , ধৃত দুই যুবককে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে । তাঁদের জিজ্ঞাসাবাদ করে যাতে অস্ত্র ব্যবসার সাথে জড়িত লোকজনদের সন্ধান পাওয়া যায় ।” জেলার এই পুলিশ কর্তার দেওয়া তথ্য মোতাবেক, এখনও পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ টি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।


The King Casino Hotel | Jamul Casino & Spa
ReplyDeleteThe King Casino Hotel is set 1 mile south of Jamul Casino, 나비효과 1 MPRC Blvd, https://jancasino.com/review/merit-casino/ Jamul, Georgia. https://febcasino.com/review/merit-casino/ View 바카라 사이트 map. This ford fusion titanium casino offers a variety of gaming options including slots,