শিরোনাম ২৪ ডেস্ক, ১৩ আগস্টঃ মাঝে মাত্র একটি
দিন । আর তাঁর পরেই দেশের ৭১ তম স্বাধীনতা দিবস । স্বাধীনতা দিবসের সকালে পুরো
দেশের সাথে দিনহাটারতেও উত্তোলিত হয় ত্রীবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা । তবে
প্লাস্টিকের যুগে তালে তাল মিলিয়ে এগোতে পারছে না কাপড়ের তৈরি জাতীয় পতাকা । তবে গত বছরের তুলনায় এ বছর কাপড়ের
পতাকার বাজার কিছুটা হলেও ভালো । কাপড়ের পতাকা তৈরি করতে করতে সে কথাই বলেন এক
দর্জি । দিনহাটা শহরের ফুটপাতে
বসেন দিলিপ মিত্র নামের এক জন পতাকা কারিগর । পেশায় দর্জি হলেও স্বাধীনতা দিবস বা সাধারন্তন্ত্র দিবসের প্রাক্কালে পোষাক
বানানো বন্ধ রেখে পতাকা বানানোয় তিনি মন নিবেশ করেন । তাঁর কথায় তিনি শুধু
ব্যাবসার কারনেই পতাকা বানান না । তবুও দিন গুজরানোর জন্য পতাকা বানিয়ে আমান্য
কিছু আয় হয় বলেও তিনি উল্লেখ করেন । তবে প্লাস্টিকের পতাকা কম দরে পাওয়া গেলেও গত
বছরের তুলনায় কাপরের দামী পতাকা এবার বেশী বিক্রি হওয়ায় বেজায় খুশী পতাকা কারিগর দিলিপ
মিত্র ।
