মহকুমা শাসকের করনের বেড়িগেট খুলে ডেপুটেশন দিল সারা ভারত যুব লিগ

শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটাঃ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দিল সারা ভারত যুব লিগের কর্মী সমর্থকেরা । বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাসক করনের বেরিগেট অতিক্রম করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন  দেন তারা । কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহকুমা শাসকের করনে ।দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ৫ দফার দাবীকে সামনে রেখে এদিন তারা ডেপুটেশন দেন ।  সারাভারত যুবলিগের রাজ্য সাধারন সম্পাদক আব্দুল রউফ বলেন , মূলত ৫ দফার দাবীকে সামনে রেখে এদিনের এই ডেপুটেশন ।তিনি বলেন , “মদ সহ বিভিন্ন নেশার জিনিস এতটাই সহজ লভ্য হয়ে গিয়েছে যার ফলে নেশা গ্রস্থ হয়ে পড়ছে সমাজের একটি বিরাট অংশ । মদ সহ বিভিন্ন নেশা কাতুরের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যার কারনে কলঙ্কিত হচ্ছে আমাদের সমাজ । পাশাপাশি রাজ্যে হু হু করে বেরে চলেছে বেকারত্বের সমস্যা” । তিনি আরো বলেন , গ্রাম ও শহরে দিনকে দিন অশান্তি বেড়ে চলছে । সাধারন মানুষের শান্তি ফেরাতে উদ্যগী হোক প্রশাসন । সহ ছিট মহলের একাধিক সমস্যা মুলক প্রসঙ্গ নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে তিনি জানান । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.