![]() |
| অভিযোগকারি মহিলাকে
দিনহাটা থানার সরকারী আবাসনের থেকে বার করে দিচ্ছে দিনহাটা থানার পুলিশ ।-নিজস্ব চিত্র |
শিরোনাম ২৪ ডেস্ক ৮ আগস্টঃ মর্যাদা ও ভরণপোষনের দবিতে দিনহাটা থানারসরকারী আবাসনে এসে বিক্ষোভ দেখালেন এক মহিলা । অভিযোগ , তুফানগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ অফিসারের সাথে মহিলার দীর্ঘদিনের অবৈধ সর্ম্পক । যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ অফিসার । প্রায় দশ বছর ধরে মহিলা কে নাকি ভরন পোষন দিয়ে আসছিলেন অভিযুক্ত ওই পুলিশ অফিসার । কিন্তু মাস খানেক ধরে না দেওয়ায় তিনি এদিন বিক্ষোভ দেখান ।
এবিষয়ে কোচবিহার জেলা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযো


