মর্যাদা ও ভরণপোষণের দাবীতে পুলিশ অফিসারের সরকারী আবাসনে এসে কান্নায় ভেঙ্গে পড়লেন এক মহিলা

অভিযোগকারি মহিলাকে দিনহাটা থানার সরকারী
আবাসনের থেকে বার করে দিচ্ছে
 দিনহাটা থানার পুলিশ ।-নিজস্ব চিত্র


শিরোনাম ২৪ ডেস্ক ৮ আগস্টঃ মর্যাদা ও ভরণপোষনের দবিতে দিনহাটা থানারসরকারী আবাসনে এসে বিক্ষোভ দেখালেন এক মহিলা । অভিযোগ , তুফানগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ অফিসারের সাথে মহিলার দীর্ঘদিনের অবৈধ সর্ম্পক  যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ অফিসার । প্রায় দশ বছর ধরে মহিলা কে নাকি ভরন পোষন দিয়ে আসছিলেন অভিযুক্ত ওই পুলিশ অফিসার ।  কিন্তু মাস খানেক ধরে না দেওয়ায় তিনি এদিন বিক্ষোভ দেখান ।

 এবিষয়ে কোচবিহার জেলা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগকারি ওই মহিলা । মহিলা বলেন , দিনহাটার নিগম নগর এলাকার বাসিন্দা নিবারন দাসে সাথে ওই মহিলার বিয়ে হয় । বছর দশেক আগে নিবারন দাসের ভাইয়ের নামে দিনহাটা থানায় বধূ নির্যাতনের মামলা দায়ের হয়। সে সময় অভিযুক্ত ওই পুলিশ অফিসার তখন দিনহাটা থানায় কর্তব্যরত । সেই কেসেই ইনভেস্টিগেশন অফিসার হিসেবে ছিলেন অভিযুক্ত ওই অফিসার । এই কেসের সুবাদেই অভিযুক্ত অফিসারের সাথে আলাপ হয় ওই মহিলার । পরবর্তীতে প্রেমের সর্ম্পকে আবদ্ধ হয় তারা। পুলিশ অফিসারের সাথে প্রেমের সর্ম্পকে স্ত্রীকে জড়িয়ে যেতে  দেখে মহিলার স্বামী দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে । সে সময় স্বামীর সাথে সর্ম্পকের ইতি টানেন ওই মহিলা । কোচবিহারের বানেশ্বর মন্দিরে গিয়ে বিয়েও করে ফেলেন ওই পুলিশ অফিসারের সামনে । এর পর পুলিশ অফিসারের সাথে কোচবিহার , পুন্ডিবাড়ি , টাপুরহাট , শীতলকুচী , তুফানগঞ্জে কয়েক বছর কাটান । পরবর্তীতে বিশেষ কারন বশত ওই মহিলাকে দিনহাটার নিগম নগর ঘাটপাড় এলাকায়  ভাড়াবাড়িতে রাখেন পুলিশ অফিসার বলে জানান ওই মহিলা । মহিলা আরো বলেন , ভাড়া বাড়িতে রাখার পর থেকেই কোন রকমের দায় দায়িত্ব পালন করছেন না ওই পুলিশ । মহিলার দুই ছেলে এক মেয়ের মধ্যে বড় ছেলে দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থ্যতার কারনে নিশিগঞ্জের এক হাসপাতালে চিকিৎসাধীন । সেখানে টাকার অভাবে ছেলেকে ছাড়িয়ে আনতে পারছেন না ওই মহিলা বলে তিনি জানান । মহিলা বলেন , বেশ কয়েক মাস ধরে ভরণপোষণ বাবত টাকা দেওয়ায় আছিলায় মহিলাকে দিনহাটার সরকারী পুলিশ আবাসনে  নিজের ঘড়ে ডেকে এনে পুলিশ ও তাঁর প্রথম পক্ষের সন্তানরা মারধর করছে । সে কারনে বাধ্য হয়ে তিনি কোচবিহার জেলা পুলিশ আধিকারিকের শরনাপন্ন হয়েছেন । বিষয়টি নিয়ে অভিযুক্ত পুলিশ অফিসার বলেন , তাকে ফাঁসানোর চক্রান্ত করছে ওই মহিলা । তিনি সাথ জানিয়ে দেন , অভিযোগকারি ওই  মহিলা সহ তাঁর পরিবাদের লোকেদের নামে থানায় কেস হয়েছিল । এবং তিনিই ছিলেন সেই কেসের আই ও ।সে কারনে তাকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান ।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.