শিরোনাম ২৪ ডেস্ক, ১৬ অগাস্টঃ দেশ হারালো তাঁর রত্ন কে । প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটলবিহারী বাজপেয়ী । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। জানা গিয়েছে, গত ১১ জুন থেকে রাজধানী দিল্লির এইমস-এ ভরতি ছিলেন এই ভারত রত্ন । মূলত মূত্রনালীতে সংক্রমণ, ও শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি । বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটলবিহারী বাজপেয়ীকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৃহস্পতিবার লালকৃষ্ণ আদবানি, অমিত শাহ, রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু সহ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও ও অন্যান্যরা যান দেখতে । বিকেল ৫টা৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।১৯২৪ সালে ২5 ডিসেম্বর গোয়ালিয়রের এক ব্রাহ্মন পরিবারে জন্ম গ্রহন করেন বাজপেয়ী ।শিক্ষক পিতার আদর্শই মেনে চলতেন তিনি । শিক্ষা জীবনের পর সাংবাদিকতা করেন । সে সময় থেকেই ভারতীয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর সংস্পর্শে আসেন । যোগ দেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘে । ১৯৯৬ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এরপর ১৯৯৮ ও ১৯৯৯ সালে ফের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। প্রায় চার দশকের এই সাংসদ ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করেছিলেন।

