Header Ads

দেশ হারালো ভারত রত্নকে

শিরোনাম ২৪ ডেস্ক, ১৬ অগাস্টঃ দেশ হারালো তাঁর রত্ন কে ।   প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটলবিহারী বাজপেয়ী  মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। জানা গিয়েছে,  গত ১১ জুন থেকে রাজধানী  দিল্লির এইমস-এ ভরতি ছিলেন এই ভারত রত্ন । মূলত মূত্রনালীতে সংক্রমণ, ও শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি ।  বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটলবিহারী বাজপেয়ীকে   হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৃহস্পতিবার লালকৃষ্ণ আদবানি, অমিত শাহ,  রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু সহ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও ও অন্যান্যরা যান দেখতে ।  বিকেল ৫টা৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।১৯২৪ সালে ২5 ডিসেম্বর গোয়ালিয়রের এক ব্রাহ্মন পরিবারে জন্ম গ্রহন করেন বাজপেয়ী শিক্ষক পিতার আদর্শই মেনে চলতেন তিনি । শিক্ষা জীবনের পর সাংবাদিকতা করেন । সে সময় থেকেই ভারতীয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর সংস্পর্শে আসেন । যোগ দেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘে ।       ১৯৯৬ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এরপর ১৯৯৮ ও ১৯৯৯ সালে ফের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। প্রায় চার দশকের এই সাংসদ ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করেছিলেন।

No comments

Powered by Blogger.