শিরোনাম 24, দিনহাটা, ২০ আগস্টঃ মটর সাইকেলের এল ই ডি লাইটের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে দিনহাটা থানা । দিনহাটা শহর ও শহরতলীর বিভিন্ন রাস্তায় সন্ধ্যের পরেই দেখা যায় বেপড়য়া বাইকের পাশাপাশি অতিতির্যক সাদা এল ই ডি লাইট এর দাপট । সম্প্রতী এক সমীক্ষায় দেখা গিয়েছে , উল্টো দিকের থেকে আসা যানবাহনের অতিতির্যক আলোর কারনে দুর্ঘটনা বৃদ্ধি পাছে । সম্প্রতি এরকম অতিতির্যক আলো যুক্ত এই এল ই ডি লাইটের ব্যাবহারের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে দিনহাটা পুলিশ প্রশাসন । জানা গিয়েছে ,চিনা পদ্ধতিতে তৈরি এই এল ই ডি (লাইট ইমেটিং ডায়োট) লাইট গুলির দাম অন্য লাইটের তুলনায় অনেক কম । কিন্ত বেশী আলোর কারনে এর চাহিদা তুলনা মূলকভাবে অনেক বেশী ।বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় , মোটর বাইকে এই ধরনের লাইট ব্যাবহার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ডি এস পি ট্রাফিকের করন থেকে এক নির্দেশিকা আসে দিনহাটা থানায় । সেই নির্দেশিকার নির্দেশ মেনে রবিবার দিনহাটা শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত এল ই ডি লাইট যুক্ত মটর সাইকেল গুলি থেকে এল ই ডি লাইট গুলো খুলে ফেলে দিনহাটা থানার পুলিশ । কিছু কিছু মোটর বাইকের চালককে থানার তরফে নির্ধে দেওয়া হয়েছে দ্রুত অতিরিক্ত এল ই ডি লাইট খুলে ফেলার জন্য ।
***ছবি সংগ্রহীত।
***ছবি সংগ্রহীত।

