মহকুমা হাসপাতালের চিকিৎসক নিগ্রহ , উত্তেজনা এলাকায়




শিরোনাম 24 ডেস্ক,  দিনহাটা: দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরলো দিনহাটায়। মঙ্গলবার দুপুরে দুষ্কৃতীদের হাতে চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ কর্মবিরতি রাখে চিকিৎসকরা। জানা গেছে এদিন দুপুরে দিনহাটা 1 ব্লকের গীতালদহ এলাকায় গুলিবিদ্ধ হয় দুই যুবক। সেই যুবকদের দিনহাটা মহকুমা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসার পর তাদের পরিজন এর হাতে নিগৃহের শিকার হয় কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাসান আলী। অভিযোগ, জরুরী বিভাগে রাখা স্পিটের কাচের বোতল ভেঙে মারতে উদ্যত হয় কর্তব্যরত চিকিৎসক কে। শুধু তাই নয় জরুরি বিভাগে রাখা চেয়ার তুলে মারধরের পাশাপাশি  কর্তব্যরত চিকিৎসকের কলার ধরে হেনস্থা করা হয় বলে অভিযোগ। 
  জা
জানাছে ওই চিকিৎসক সেই সময় অন্য এক রোগীকে দেখছিলেন । দেরি হতেই সাদা জামা পড়া এক যুবক সহ কয়েকজন ডাঃ হাসান আলির উপর চড়াও হয় । চিকিৎসক কে মারধর এমনকি জামার কলার ধরে হেনস্তা করা হয় । এরপরই দিনহাটামহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরাকর্মক্ষেত্রে তাদের নিরাপত্তাহীনতার কথা তুলেকর্মবিরতির সিদ্ধান্ত নেন  এদিকের চিকিৎসকেমারধরের ঘটনার খবর পেয়েই দিনহাটা মহকুমাহাসপাতালে ছুটে আসেন রোগি কল্যাণ সমিতিরচেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ  , অতিরিক্ত মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পরিতোষ মন্ডল , হাসপাতালের সুপার ডাঃ রঞ্জিত মন্ডল সহ অন্যান্য চিকিৎসকরা ছারাও স্বাস্থ্য কর্মীরা  হাসপাতালে এসে রোগি কল্যাণ সমিতিরচেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সহ স্বাস্থ্য আধিকারিকরা সমস্ত চিকিৎসকদেরনিয়ে সুপারের ঘরে  বৈঠকে বসেন ।   বৈঠকের মাঝেই উদয়ন গুহ  দিনহাটা মহকুমা হাসপাতালেসিসিটিভি র ফুটেজ  খতিয়ে দেখেন   রাত আঁটটায় এই  খবর লেখা পর্যন্ত বৈঠক চলতে থাকায় রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যানের কোন বক্তব্য পাওয়া যায়নি   । এদিকে চিকিৎসকরাবলেন  যতক্ষণ   পর্যন্ত দোষীরা গ্রেফতার না   হবেততক্ষন পর্যন্ত  কর্মবিরতি চলবে । হাসপাতালেরজরুরী বিভাগে কর্মরত চিকিৎসককে  মারধরেরঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা করা হয়েছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.