Header Ads

দেশ স্বাধীনের ৭২ বছর পরেও পঞ্চায়েত সদস্যের জানা নেই জাতীয় পতাকার কোনটা সোজা


 শিরোনাম ২৪ ডেস্কঃ  দিনহাটা 16 আগস্ট: দেশ স্বাধীনের 72 বছর পরেও উল্টো পতাকা উঠল দিনহাটার একটি গ্রামে গতকাল দেশের 72 তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনহাটা 2 ব্লকের চৌধুরী হাট এলাকার একটি সরকারি সংস্থায় ত্রিবর্ণ রঞ্জিত দেশের জাতীয় পতাকা কে উল্টোভাবে তোলার দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে  সরকারি ওই সংস্থায় যে ব্যক্তি পতাকা উত্তোলন করেছিলেন তিনি  জানতেনই না দেশের পতাকার কোনটা সোজা আর কোনটা উল্টো তিনি আবার ওই এলাকারই বিদায়ী পঞ্চায়েত সদস্য স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটা 2 ব্লকের চৌধুরী হাট গ্রাম পঞ্চায়েতের 144 কোডের 2 নং সুসংহত শিশু বিকাশ প্রকল্প শিশু আলয় কেন্দ্রে জাতীয় পতাকা চরম অবমাননা লক্ষ করা যায় জানা গেছে চৌধুরী হাট গ্রাম পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত সদস্য সঞ্জয় দাস জাতীয় পতাকা উল্টো করে তুলেছিলেন যদিও তিনি অবশ্য বিষয়ে ভুল স্বীকার করে নিয়েছেন উল্টো করে জাতীয় পতাকা টানানো শুধুমাত্র জাতীয় পতাকার অপমান নয় দেশের অপমান এমনকি জাতির অপমান বলেও অনেকে উল্লেখ করেন বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা  করে  বিষয়টি নিয়ে দিনহাটা 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমর্ত্য দেবনাথ বলেন, বিষয়টি তার জানা নেই তিনি খতিয়ে দেখছেন


No comments

Powered by Blogger.