বহিরাগতদের হাতে কলেজ চত্বরেই আক্রন্ত জি এস , পথ অবরোধ পড়ুয়াদের


শিরোনাম ২৪ ডেস্ক , আগস্ট: দিনহাটা কলেজের ক্যাম্পাসে ঢুকে জি এস কে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল ছাত্ররাপ্রায় ঘন্টা খানেক রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়পরবর্তীতে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক খন্ডলের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  অভিযোগ মঙ্গলবার দুপুরে tmcp ছাত্র পরিষদের জিএস সৌরভ পোদ্দার কে বেধড়ক মারধর করে বহিরাগত কিছু দুষ্কৃতীমাথাতে পিঠে গুরুতর চোট পেয়ে আহত ছাত্র পরিষদের নেতা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনবিষয়টি নিয়ে দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সূর্য শেখর রায় বলেন, বহিরাগত কিছু দুষ্কৃতী কলেজে ঢুকে সৌরভ পোদ্দার কে মারধর করেপরবর্তীতে কলেজের কর্মীরা গিয়ে সৌরভ কে বাঁচানোর চেষ্টা করলে বহিরাগতরা পালিয়ে যায়বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছেবিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা ছাত্র পরিষদের নেতা সাবির সাহা চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরে দিনহাটার এক ব্যক্তি কলেজে দুষ্কৃতী হামলার চেষ্টা চালাচ্ছেএকের পর এক কলেজ ছাত্রদের ওপর আক্রমণ চলছেএই ধরনের ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.