শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটাঃ প্রাক্তন প্রধানমন্ত্রীপ্রবীন বিজেপি নেতা প্রয়াত
অটল বিহারি বাজপেয়ি র প্রয়ানে দিনহাটাতেও স্মরণ সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া এলাকায় বিজেপির দলীয় কারজালয়ের সামনেই প্রয়াত অটল বিহারি বাজপেয়ি র
প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও তার স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এদিন এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির
সভাপতি সুদেব কর্মকার,প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অশোক মন্ডল , প্রবীন নেতা মদনমোহন গোস্বামী ,
বীরেন্দ্রনাথ রায় , বিল্পব মন্ডলসহ দলের কর্মী সমর্থকরা । এ দিনের এই স্মরণসভা শুরুর আগে প্রয়াত অটল বিহারি বাজপেয়ি র প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পারঘ দিয়ে
একে একেউপস্থিত সকলে শ্রদ্ধা জানান । স্মরন সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই দলের শ্রদ্ধেয় এই নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াতঅটলবিহারী বাজপেয়ীর জীবনের নানা দিক তুলে ধরেন।
Post a Comment