যুবর দাপটে বৈঠকে বসতে বাধ্য হল তৃণমূল নেতৃত্ব

শিরোনাম ২৪ , দিনহাটা:  তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশ পেয়ে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বের সাথে  বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।  বোর্ড গঠন পর্ব যাতে শান্তিপূর্ণ হয় সে কারণে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক এর সাথে  বৈঠকে করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আগামী ২৮ শে আগস্ট  পঞ্চায়েতের ভোট গঠন। সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে কোন রকম রাজনৈতিক হিংসা যাতে না হয় সেই দিকে নজর রেখে রাজ্য নেতৃত্বের নির্দেশে যুবনেতা প্রামানিক এর সাথে গোপন বৈঠকে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এছাড়াও এই গোপন বৈঠকে ছিলেন দিনহাটার বিধায়ক তথা বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ। জানা গেছে, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বাড়িতে রাত্রি আটটা থেকে ঘন্টা দেড়েকের বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কার্যত যুব র দাপটেই যুুব নেতৃত্বের সাথে বৈঠকে বসতে বাধ্য হলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বৈঠক শান্তিপূর্ণ হলেও ভোট গঠন পর্ব কতটা শান্তিপূর্ণ থাকে তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ কিছু না বললেও তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক বলেন, ২৮ তারিখ পঞ্চায়েতের ভোট গঠন পর্ব যাতে শান্তিপূর্ণ হয় সে কারণেই এই বৈঠক।  দিনহাটা 1 ব্লকের আটটি আসনের মধ্যে সাতটি আসনই তৃণমূল যুব কংগ্রেসের দখলে থাকছে বলেও উল্লেখ করেন নিশীথ প্রামানিক। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যুব কংগ্রেসকে টিকিট না দেওয়ায় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সংঘর্ষ চলে আসছে দীর্ঘদিন ধরে। চ্যাংড়াবান্ধা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী কোন্দল বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেন। কিন্তু তার পরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা র ফলে আহত হয় বেশ কিছু রাজনৈতিক কর্মী। পাশাপাশি পুলিশি হস্তক্ষেপে উদ্ধার হয় প্রচুর অস্ত্র, বোমা ,বোমা তৈরির সরঞ্জাম। Cid ঘটনার তদন্তে নামে। সিআইডি তদন্তের ফলে নাম উঠে আসে কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। সব মিলিয়ে আগামী ২৮ শে আগস্ট এর দিকে তাকিয়ে রয়েছে দিনহাটার রাজনৈতিক মহল। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.