শিরোনাম 24 ডেস্ক: অবশেষে দিনহাটায় মুখী গাড়ি থেকে বিপুল পরিমানের অস্ত্র ও বোমা তৈরি সামগ্রী উদ্ধারে র পর cid তদন্ত শুরু হল। গত 14 ই আগস্ট দিনহাটা মুখি দুটো গাড়ি থেকে প্রচুর পরিমানের অস্ত্রশস্ত্র ও বোমা তৈরি সামগ্রী সমেত 6 জনকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। গ্রেফতার হওয়া ছয়জনই শাসক দলের কর্মী-সমর্থক বলে অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার সীমান্ত মহকুমা দিনহাটা। রাজনৈতিক সংঘর্ষের জেরে এক পঞ্চায়েত কর্মীর মৃত্যু পর্যন্ত হয়। এরপর থেকেই প্রকাশ্যে বোমা ও গুলি চালানোর অভিযোগ ক্রমশ বাড়তে থাকে। গত 14 ই আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে দুটো গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। একটি গাড়িতে west bengal government স্টিকার লাগানো ছিল। তার সাথে আর একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ঘটনার তদন্ত শুরু করে রাজ্যের সিআইডি শাখা। সিআইডি সূত্রে জানা গেছে, বিলাসবহুল গাড়িটির চালক আশরাফুল হক জেরার মুখে cid কর্তাদের জানিয়েছে গাড়িটির মালিক দিনহাটা এক ব্লকের গীতালদহ এলাকার তৃণমূল কংগ্রেসের এক নেতার। সূত্রের দাবি, শাসকদলের ওই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দিনহাটা থানায়। এমনকি ওই ব্যক্তি নাকি বাংলাদেশে বেশ কিছুদিন জেলবন্দি ছিল। সূত্রের দাবি, ধৃত ব্যক্তি দের জেরা করে দিনহাটার আরো কয়েকজন শাসক দলের নেতার নাম পেয়েছে সিআইডির গোয়েন্দারা। পাশাপাশি জেলার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম ও উঠে আসছে এই অস্ত্র পাচারের সঙ্গে। পুলিশ সূত্রে জানা গেছে, এই অস্ত্র কান্ডের তদন্তে সিআইডির সাথে ইন্টেলিজেন্সের বাঘা অফিসাররাও তদন্ত শুরু করেছে। তথ্য বিজ্ঞ মহলের মতে, পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এই অস্ত্র এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য মজুদ করা হচ্ছিল। যদিও এ বিষয়ে শাসকদলের নেতৃত্বে র কোন বয়ান পাওয়া যায়নি।

