ভোলেবম উৎসবের জোর প্রস্তুতি চলছে দিনহাটার গোসানিমারিতে


শিরোনাম ২৪ ডেস্ক, ৬ আগস্টঃ ভোলেবম উৎসবের জোর প্রস্তুতি চলছে দিনহাটার গোসানিমারি এলাকায় । সোমবার দিনহাটা ১ ব্লকের গোসানীমারি এলাকায় গোসানীমারি ভোলেবম কমিটির তরফে জোর প্রস্তুতি চলছে । জানা গিয়েছে , প্রতি বছর শ্রাবনের শেষ সোমবার আদাবাড়ি ঘাটের থেকে থেকে জল নিয়ে পায়ে হেঁটে ভক্তরা কান্তেশ্বরি মন্দিরে বাবার মাথায় জল ঢালে । এই পর্ব কে কেন্দ্র করে রবিবার রাতভর জেগে থাকে দূর দুরান্ত থেকে আগত ভক্তের দল । তাঁর সাথে রবিবার চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান । প্রতিবারের মতো এবারো আগামী রবিবার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতভর জেগে সোমবার সকালে আদাবাড়ি ঘাটের থেকে জল এনে গোসানীমারির  কান্তেশ্বরি মন্দিরে বাবার মাথায় জল ঢালা হবে বলে জানান গোসানীমারি ভোলেবম কমিটির অন্যতম কর্তা মরন মণ্ডল। মরন বাবু আর বলেন , “সব তীর্থ বারবার গোসানীমারি একবার” এই স্লোগান কে সামনে রেখে প্রতি বার আমরা এই কর্মসূচী পালন করি ।  হাতে আর মাত্র সামান্য কয়েকটা দিন বাকি । সে কারনে প্রস্তুতি তুঙ্গে । প্রতি বছর দুর-দুরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই দিন । সে কারনে এবারো ভক্তের ঢল নামবে বলে আশাবাদী গোসানীমারি ভোলেবম কমিটির উদ্যক্তারা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.