শিরোনাম ২৪,সৌরভ দত্ত, পুন্ডিবাড়ী ৮
আগস্টঃ খেলতে গিয়ে
বিদ্যুৎপৃষ্ঠ
হয়ে মৃত এক আহত এক ।
কোচবিহারের বানেশ্বর এলাকায় একটি পোল্ট্রি ফার্মের সামনে খেলছিল ইন্দ্রাক্ষী সরকার
ও কৌশিক সরকার নামের দুই ভাই বোন । আচমকা বিদ্যুৎ পৃষ্ঠ হয় দুই ভাইবোন ।
স্থানীয়দের তৎপরতায় দ্রুত কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ন হাসপাতালে নিয়ে
যাওয়ায় কিছুক্ষনের মধ্যেই মারা যায় ইন্দ্রাক্ষী সরকার । তবে মৃত্যুর সাথে পাঞ্জা
লড়ছে আরেক শিশু কৌশিক সরকার । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কোচবিহার
২ ব্লকের বানেশ্বর কলোনি এলাকার
বাসিন্দা দুই শিশু স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের এলাকায় খেলছিল । সে সময়
বাচ্চাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দেখে বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে দুই ক্ষুদে ।
পরবর্তীতে এক শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে । বিষয়টি ক্ষতিয়ে দেখছে
পুন্ডিবাড়ি থানার পুলিশ ।
