মন্ত্রী ঘনিষ্ঠদের নিয়ে কোর কমিটি গঠনের অভিযোগ কোচবিহারে


শিরোনাম ২৪ ডেস্ক,  কোচবিহার:  তৃণমূলের নতুন কোর কমিটি গঠিত হল কোচবিহারের । ১৩ জনের কোর কমিটি ভেঙ্গে গঠিত হলো ৪ জমের কোর কমিটি । বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এক সাংবাদিক বৈঠক করে বলেন ,  বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন,  দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শীতলখুচির বিধায়ক হিতেন বর্মন  ও মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ কোরকমিটির চেয়ারম্যান পদে রয়েছেন । তৃনমূল সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায় দলকে বরাবরই মিলে মিশে চলার নির্দেশ দিয়েছেন । কিন্তু তৃনমুল সুপ্রিমোর কথা শুধু কথা হয়েই রইলো বলে উল্লেখ করছেন জেলার একাংশ নেতৃত্ব । মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নব গঠিত এই কোরকমিটিতে স্থান হয়নি পুরনো কোরকমিটির সদস্য  জেলার যুব তৃণমূলের সভাপতি, সংসদ পার্থ প্রতিম রায়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান, বিধায়ক মিহির গোস্বামী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিধায়কের। পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র প্রার্থী দেওয়া পর্ব থেকে শুরু দলের কোন্দল চরমে । কোচবিহারের দিনহাটা মহকুমায়  যুবদের কার্যত কোণঠাসা করতে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছিল দলেরই একাংশ । এর জেরে মৃত্যু পর্যন্ত হয় এক তৃনমূল কর্মীর । ক্রমাগত চলতে থাকে গুলি ও বোমাবাজি । এরকম পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের ঘনিষ্ঠ দের নিয়ে গঠিত কোর কমিটি গঠন আগুনে ঘি ঢালা বলে উল্লেখ্য করছে তথ্য বিজ্ঞ মহলের একাংশ ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.