উত্তপ্ত গীতালদহ পরিদর্শনে গেলেন আই জী উত্তরবঙ্গ


শিরোনাম ২৪,দিনহাটা , ১৯ আগস্টঃ রাজনৈতিক সঙ্ঘর্ষ ক্রমশ  বেড়ে যাওয়ায়  সীমান্তের মহকুমা দিনহাটায় পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের আই জি উত্তরবঙ্গ আনন্দ কুমার । একের পর এক রাজনৈতিক সঙ্ঘর্ষে উত্তপ্ত দিনহাটা ১ ব্লকের গীতালদহ এলাকায় । পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে  আবু মিয়াঁ নামের এক পঞ্চায়েত সদস্য খুন পর্যন্ত হয় । এর পর থেকে সঙ্ঘর্ষ আরো চরম আকার ধারন করে । দিন দুপুরেই একাধিক জায়গায় বোমা ও গুলি চালানো হয় বলে অভিযোগ ।  রবিবার দিনহাটা ১ ব্লকের গীতালদহের বিস্তৃর্ণ এলাকা পরিদর্শন করেন রাজ্য পুলিশের আই জি উত্তরবঙ্গ । পরিদর্শন কালে রাজ্য পুলিশের আই জি উত্তরবঙ্গ আনন্দ কুমারের সাথে ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে , অতিরিক্ত পুলিশ সুপার ডি দিব্বা , দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জী খন্ডোয়াল , দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ।বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্য পুলিশের আই জি উত্তরবঙ্গ আনন্দ কুমার  দিনহাটার বিভিন্ন উত্তপ্ত এলাকা পরিদর্শনে গেলে সেখানে জেলা পুলিশ কর্তাদের নির্দেশ দেন রাজনৈতিক বা অরাজনৈতিক অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যাবস্থা গ্রহন করতে । এদিন এই সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা গেলে তাদের চরম দুর্ব্যাবহারের অভিযোগ ওঠে কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডের বিরুদ্ধে । সাংবাদিকদের ছবি পর্যন্ত তুলতে দেয়নি পুলিশ সুপার । পাশাপাশি সাংবাদিক রা কেন খবর সংগ্রহ করতে গিয়েছে তাঁর কৈফিয়ত পর্যন্ত চায় কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে । এবিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে কে ফোন করা হলে তিনি সাংবাদিকদের  ফোন তোলেননি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.