শিরোনামঃ২৪ ডেস্ক: করোনা আবহের জন্য পিছিয়ে ছিল কেন্দ্রের মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ। আন লকিং প্রক্রিয়া শুরু হতেই কেন্দ্রের মন্ত্রিসভায় বিরাট রদবদল হতে চলেছে। অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করবে কেন্দ্রের বিজেপি সরকার বলে দলীয় সূত্রের খবর। মন্ত্রিসভার এই রদবদলে নতুন করে ঠাঁই পেতে চলেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন । পূর্ববর্তী সময়ে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই মন্ত্রিসভার বেশ খানিকটা রদবদল করে । এবারও একই ধাঁচে নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছে বলে দলীয় সূত্রে প্রকাশ। জানা গেছে, উত্তরবঙ্গের অন্যতম বিজেপি নেতা তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক , রাজ্যসভার অন্যতম সদস্য স্বপন দাশগুপ্ত, হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি নাম থাকছে মন্ত্রিসভা সম্প্রসারণের তালিকায়।
উত্তরবঙ্গ কে আরও সমৃদ্ধ করে তোলার পাশাপাশি রাজবংশী সম্প্রদায় কে বিশেষ গুরুত্ব দেওয়া সহ যুবসমাজকে উদ্বুদ্ধ করতে বিজেপি সরকার কেন্দ্রের রেল প্রতিমন্ত্রীর পদ দিতে চলেছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক কে। হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি , রাজ্যসভার অন্যতম সদস্য স্বপন দাশগুপ্ত সহ বেশ কয়েকজন কে প্রতিমন্ত্রীর পদ দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।
এবিষয়ে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক বলেন, দলের নেতৃত্ব যেটা ঠিক করবে সেটা আমি দলের সৈনিক হিসেবে মেনে চলা আমার কর্তব্য। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০২১ এ বিধানসভা নির্বাচন এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কারণেই বাংলা থেকে বেশ কয়েকজনকে প্রতি মন্ত্রিত্ব দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।




Joy shree ram
ReplyDelete