যন্ত্রের সাহায্যে ধান চাষ শুরু হল দিনহাটা ২ ব্লকে


শিরোনাম ২৪, দিনহাটা,৯ আগস্টঃ সংরক্ষনশীল কৃষি পদ্ধতি বা পরিবেষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের ভারসাম্য বজায় রেখে ও ভবিষ্যতের জন্য মাটির উর্বরতা শক্তি সঞ্চয় করে  নতুন উদ্যগে চাষ শুরু হল দিনহাটা ২ ব্লকে । বৃহস্পতিবার দিনহাটা ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা  ডঃ প্রবোধ মণ্ডল , উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক প্রতীক মাধব ভট্টাচার্য , জেলা কৃষি দপ্তরের আধিকারিক রঞ্জিত দাস সহ অন্যান্য আধিকারিকদের সহচর্যে ছোট শাকদল এলাকায় বিনা চাষে যন্ত্রের সাহায্যে ধান রোপণ শুরু হয় । বিষয়টি নিয়ে , দিনহাটা ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা ডঃ প্রবোধ মণ্ডল  বলেন , দিনকে দিন জমির নিজস্ব উৎপাদিকা শক্তি হ্রাস পাচ্ছে । সেই সঙ্গে মাটির প্রাকৃতিক গঠন নষ্ট হচ্ছে । ডঃ প্রবোধ মণ্ডল আর বলেন , দিনহাটা ২ ব্লকের আত্মা প্রকল্পের অর্ন্তগত  ছোট শাকদল এলাকায় জমিতে কাদা না করেই বিনা চাষে যন্ত্রের সাহায্যে এই চাষের ফলে কম খরচে বেশী ফসল উৎপাদন হবে  । পাশাপাশি জলের অপচয় বন্ধ ও মাটির স্বাস্থ্য ভালো থাকবে বলে তিনি জানান । এবং এই কাজে স্থানীয়  কিশামত দশ গ্রাম ফার্মার্স ক্লাব সহযোগীতা করায় তিনি তাদের ধন্যবাদ জানান ।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.