শিরোনাম 24 ডেস্ক: কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক কে নিজের দপ্তরে ডেকে পাঠালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার টানা কয়েক ঘন্টা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সাংসদ নিশীথ প্রামানিক। পিএম ও সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি থেকে শুরু করে চা শিল্প, রাজবংশী সম্প্রদায় সহ একাধিক বিষয় ও রাজনীতির বিভিন্ন দিক নিয়ে দীর্ঘক্ষন আলোচনা চলে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ সাংসদ নিশীথ প্রামানিক এ বিষয়ে তেমন কিছু বলতে চাননি। রাজনৈতিক মহলের মতে, সংসদ তালিকার এক নম্বর সংসদ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ নিশীথ প্রামানিক কে হয়তো গুরুত্বপূর্ণ কোনো আলোচনার জন্য ডেকেছিলেন খোদ প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখেই হয়তো আজকের এই দীর্ঘক্ষন আলোচনা সভা চলে নরেন্দ্র মোদি ও নিশীথ প্রামাণিকের মধ্যে। রাজনৈতিক মহলের মতে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে নাম ছড়িয়ে গেছে কুচবিহারের তরুণ সাংসদ নিশীথ প্রামাণিকের। পাশাপাশি বিজেপির শুধুমাত্র কোচবিহার জেলা উত্তরবঙ্গই নয় ইতিমধ্যেই পুরো রাজ্যে র একমাত্র পরিচিত মুখ হয়ে উঠেছে প্রতাপী সাংসদ নিশীথ প্রামানিক। তবে কি বিজেপির তরফ থেকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কিংবা ভোট পর্বের দায়িত্ব পেতে পারে নিশিথ? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। বারংবার নিশিথ প্রামাণিক কে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব কাছেই। তার ওপর খোদ প্রধানমন্ত্রী কার্যালয় এ এদিন সাংসদ নিশীথ প্রামানিক কে প্রধানমন্ত্রীর তলব কে ঘিরে কার্যত চিন্তায় পড়েছে বিরোধী পক্ষ। বিষয়টি নিয়ে সাংসদ নিশীথ প্রামানিক রাজধানী দিল্লি থেকে বলেন, প্রধানমন্ত্রীর অফিস বা পিএম ওতে আজ মাননীয় প্রধানমন্ত্রী র সঙ্গে কিছুক্ষণ নানান বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও রাজনৈতিক প্রশ্ন সমস্ত এড়িয়ে গেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক।


All the best
ReplyDelete