শাসক দলের উপ-প্রধানের স্বামীর হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট , চাঞ্চল্য এলাকায়


শিরোনাম ২৪ ডেস্ক,  দিনহাটা ৩১ আগস্টঃ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ফেসবুকে ছবি দেওয়ায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায় । দিনহাটা ১ব্লকের আটিয়াবাড়ি ২ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত উপ-প্রধান মধুমিতা অধিকারি দেবনাথের স্বামী নরেশ দেবনাথের হাতে ৭.৬২মিমি কার্বাইন রাইফেল হাতে নিয়ে সম্প্রতি একটি ছবি ফেসবুকে আপলোড করে । ছবিটিতে ক্যাপশ হিসেবে নিজেকে “দিনহাটার ডন নম্বর ওয়ান” বলে উল্লেখ করায় এলাকায় ভয়ের সঞ্চার দেখা যায় । যদিও এই বিষয়ে নরেশ দেবনাথ বা তার স্ত্রী তৃনমূল কংগ্রেসের আটিয়াবড়ি ২ য়ের উপ-প্রধান মধুমিতা অধিকারি দেবনাথের কোন বক্তব্য পাওয়া যায়নি ।
বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে বলেন , বিষয়টি নজরে আছে । পুলিশ তদন্ত করে দেখছে । এ বিষয়ে রাজ্য তৃণমূলের সম্পাদক তথা বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন , কলকাতায় থাকার দরুন সেভাবে কিছু বলতে পারছি না । তবে পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক । এ বিষয়ে তৃনমূল যুব কংগ্রেসের আটিয়াবাড়ি ২ অঞ্চল সভাপতি নাজির হসেন বলেন , নরেশ বাবুর সাথে দলের কন সর্ম্পর্ক নেই । যাদের হাতে বেআইনি অস্ত্র থাকে তারা সমাজ বিরোধী । এদের মত সমাজ বিরোধীদের জন্য সমাজে নানা আসামাজিক কাজ হয় । অবিলম্বে নরেশ দেবনাথ কে গ্রেফতারের দাবী তিনি করেন । প্রসঙ্গত ,  শাসক দলের ঘনিষ্ঠ নরেশ দেবনাথের হাতে থাকা ৭.৬২ মি মি কার্বাইন রাইফেল মূলত ভি আই পি বা ভি ভি আই পি দের নিরাপত্তার ক্ষেত্রে ব্যাবহার করা হয় । ভিরের মধ্যে অব্যার্থ নিশানাই এই কার্বাইন রাইফেলের মূল বিশেষত্ব । কোচবিহার জেলার দিনহাটা যখন কার্যত বারুদের আতুর ঘড়ে পরিনত হয়ে যাচ্ছে তখন এধরনের স্বয়ংক্রিয় রাইফেল শাসকদলের উপ-প্রধানের স্বামীর হাতে এল কিভাবে তা নিয়ে ইতি মধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ । পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে শাসক দলের দুই গষ্ঠির মধ্যে বিবাদ চরমে ওঠে । বোমাবাজি থেকে শুরু করে গুলির আঘাতে জখম হয় দুই দলের একাধিক কর্মী সমর্থক । পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মৃত্যু পর্যন্ত হয় এক বিদায়ী পঞ্চায়েত সদস্যের । সম্প্রতি কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ কে এই কোন্দল ঠেকাতে কড়া নির্দেশ পর্যন্ত দেন । পুলিশ ময়দানে নামতেই উদ্ধার হয় প্রচুর বোমা , বোমা তৈরির সরঞ্জাম , অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমান গুলি । আটক হয় বেশ কয়েকজন । বিষয়টি সি আই ডি –র আধিকারিকরা তদন্ত শুরু করলে নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের নেতাদের । এরই মধ্যে তৃনমূল কংগ্রেসের এক উপ প্রধানের স্বামীর হাতে এধনের আগ্নেয়াস্ত্রর ছবি প্রকাশ্যে আসতেই তুমুল জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.