শীতের আগেই “ধামকা ড্যান্স” ও জুয়ার আসর সিতাইয়ে , পুলিশি হানায় বন্ধ হল অনুষ্ঠান



শিরোনাম ২৪ ডেস্ক, ৯ আগস্টঃ শীতের আগেই “ধামকা ড্যান্স” ও জুয়ার আসর বসল সিতাইয়ে । বুধবার রাতে সিতাই ব্লকের কোনচাত্রা এলাকায় “ধামকা ড্যান্স” ও জুয়ার আসরে হানা দেয় পুলিশ । যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ বলে জানা গিয়েছে । স্থানীয় বাসিন্দারা বলেন , বুধবার সন্ধ্যা থেকে সিতাই ব্লকের কোনচাত্রা এলাকায় বহিরাগত একটি নাচের দল একঝাক মহিলা ও পুরুষ নিয়ে আসতে  দেখা যায় । পরবর্তীতে সিতাইয়ের নিউ বাজারের কোনাচাত্রা এলাকার একটি মাঠে “ধামাকা ড্যান্সের” আড়ালে বসে জুয়ার আসর । অভিযোগ , শাসক দলের এক শ্রেনীর নেতাদের মদতেই লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলে এই আসরে । পরবর্তীতে সিতাই থানার পুলিশের তৎপরতায় বন্ধ হয় এই আসড় । তবে ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি । বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডোয়াল বলেন , সিতাইয়ের কোনচাত্রা এলাকায় অশ্লীল নাচ ও জুয়া চলার খবর আসতেই পুলিশ সেখানে হানা দেয় । সঙ্গে সঙ্গে অশ্লীল নাচ ও জুয়া খেলা বন্ধ করে পুলিশ । ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা হয়নি । বিষয়টির তদন্ত চলছে বলে তিনি জানান।   

  প্রসঙ্গত , শীতের মরশুমে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় “ধামকা ড্যান্স” ও জুয়ার আসর বসে । দিনহাটার তৎকালীন এস ডি পি ও কুন্তল বন্দ্যোপাধ্যায় মহকুমার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ধামাকা ডান্স থেকে শুরু করে জুয়ার আসড় বন্ধ করেছিলেন । জুয়ার আসড়ে হানা দিয়ে জুয়াড়িদের হাতে আক্রান্ত হতে দেখা গেছে বিভিন্ন সময় । এদিনের এই ঘটনায় কার্যত চিন্তার ভাঁজ পড়েছে মহকুমার পুলিশদের ।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.