![]() |
| প্রতীকী ছবি। সূত্র : ইন্টারনেট |
আবির ভট্টাচার্য, ধুপগুড়ি, ২৪ ফেব্রুয়ারি: পুলিশি হস্তক্ষেপে অবশেষে বিভিন্ন অসামাজিক আড্ডা বন্ধ হলো ধুপগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায়। শুক্রবার ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা ও ধুপগুড়ি থানার আই সি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে শহরের হাসপাতাল পাড়া , বিডিও অফিস পাড়া সহ রেগুলেটেড মার্কেট বা সুপার মার্কেট, পুরসভার 2নং ওয়ার্ড সহ নিতাজি পাড়া সহ গাদং এর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় পনেরো জন কে আটক করে ধুপগুড়ি থানার পুলিশ । মূলত এর জেরেই একেবারে বন্ধ হয়ে যায় ধুপগুড়ি শহর সহ শহর সংলগ্ন এলাকার কিশোর যুবকদের আড্ডা। পুলিশের এহেন কাজ কে ইতিমধ্যেই সাধুবাদ জানাচ্ছে ধুপগুড়ির বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ধুপগুড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অভিযান চালায় ধুপগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে শুক্রবার পর্যন্ত চলা অভিযানের জেরে ধুপগুড়ির বিভিন্ন আড্ডার ঠেক সহ জুয়া ও মদের আসরে হানা দিয়ে মোট জনা পনেরো ব্যক্তি কে বিভিন্ন জায়গা থেকে আটক করে পুলিশ। ধুপগুড়ি পুলিশের এহেন কর্ম কাণ্ডের জেরেই পুনরায় স্বস্থি ফেরে এলাকায়। ধুপগুড়ির মায়ের স্থান থেকে কীর্তন দেখে ফেরা মহিলা আরতী দত্ত, সুপ্রিয়া বসাক, সোমা মিত্র, সুচিত্রা সাহা বলেন , দুর্গা পুজোর সময় ধুপগুড়ি সুপার মার্কেট বা রেগুলেটেড মার্কেটের রাস্তা সংলগ্ন এলাকায় চরচাকা গাড়ি র ইঞ্জিনের উপরে রীতিমত মদের বোতল রেখে প্রকাশ্যে মদ্য পান চালাচ্ছিল এলাকার জনাকয়েক প্রভাবশালী ব্যক্তি। কিন্তু মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা ও আই সি অনিন্দ্য ভট্টাচার্যর নেতৃত্বে অভিযানের পর থেকেই ধুপগুড়ি রেগুলেটেড মার্কেট দিয়ে যাতায়াতে কোনো রকমেরই অসুবিধে হচ্ছে না। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ জি খান্ডওয়াল বলেন, ধুপগুড়ি শহরের রেগুলেটেড মার্কেট বা সুপার মার্কেট , হাসপাতাল পাড়া সহ বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে। আরো কিছু জায়গা বাকি আছে সেগুলোতে অতি শীঘ্রই অভিযান হবে। তিনি আরো বলেন, বাকি জায়গাগুলোতে খুব শীঘ্রই অভিযান চালানো হবে ।

