ফের ত্রাতার ভূমিকায় নিশীথ

আবির ভট্টাচার্য: নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত বিজেপি সদস্যাকে ইলেকট্রিক স্কুটি প্রদান করলেন বিজেপির অন্যতম দাপুটে নেতা নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার বিজেপি নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ভেটাগুড়ি এলাকার নিজের বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুটি তুলে দেন নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মনের হাতে।
পূর্বেও কোচবিহার জেলা বিজেপির অন্যতম এই নেতা নিশীথ প্রামাণিক বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। জানা গেছে, কয়েক মাস আগে নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ৭/৩০ নম্বর বুথের বিজেপি সদস্যা যুথিকা বর্মনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ তৃণমূল সংরক্ষিত সমাজ বিরোধীরা তার বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তার ব্যক্তিগত স্কুটিটিও ভেঙে ফেলে। এই অবস্থায় বিজেপি নেতা নিশীথ প্রামাণিক যুথিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিশীথ প্রামানিক বলেন,"আমাদের কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যুথিকা শুধু একজন সক্রিয় কর্মী নন, তিনি একজন সংগ্রামী নেত্রী। তার ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।" যুথিকা বর্মন এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আমার পরিবার ও আমি এই সমর্থন কখনো ভুলব না। নিশীথদার মতো নেতা থাকায় আজ আমি আবারও কাজে ফিরতে পারব।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.