শিরোনাম 24 ডেস্ক: দীর্ঘদিনের অত্যাচারের প্রতিবাদে ব্লক সভাপতির চামড়া গুটিয়ে দেওয়ার শ্লোগানে মিছিল করল দলেরই কর্মী সমর্থকরা। বুধবার দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর তৃণমূল যুব কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকেদের এক বিজয় মিছিল পেটলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরিক্রমা কালে দিনহাটা 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি "নুর আলম হোসেন এর চামড়া গুটিয়ে দেবো আমরা" স্লোগান চলতে থাকে। যদিও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুর আলম হোসেন এর কোন মন্তব্য পাওয়া যায়নি। এই স্লোগানের সাথে দলীয় কোন সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহবায়ক নারায়ণ শর্মা। নয়ন বাবু বলেন, গত পাঁচ বছরে যারা পেটলা এলাকা পরিচালনা করেছিল তারা দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকে নানাভাবে ক্ষতি করে। এমনকি দলেরই কর্মী-সমর্থক এদের বাড়ি ভাঙচুর পর্যন্ত করেছিল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুর আলম হোসেন। এদিন তৃণমূল যুব কংগ্রেস পেটলা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে মিলে বিজয় মিছিল করে। সে সময় পাঁচ বছরের কষ্ট দুঃখ থেকে পরিত্রান পাওয়ার আনন্দে এই স্লোগান দেয় বলে নারায়ণ শর্মা বলেন। দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েত দখলের পর তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক নারায়ণ শর্মা, টাউন ব্লক সভাপতি অজয় রায়, যুবনেতা য্যাকেরিয়া হোসেন শামসুল হক, রফিক লেবু, নাজির হোসেন,কল্যান শর্মা প্রমুখের নেতৃত্বে বিজয় মিছিল পেটলার বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে।
