Header Ads

মহিলা পুলিশ যেন “ভিলেন” , প্রেমিকদের কাছে

শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটা, ৮ ফেব্রুয়ারিঃ  ভ্যালেন্টাইন্স ডের প্রাক্কালে দশ রোমিও কে গ্রেফতার করলো পুলিশ । আর প্রোপোজ ডে-র দিন রোমিওদের কাছে যেন  “ভিলেন”  হয়ে উঠলো পুলিশ । এমনটাই মত প্রেমিকদের । স্কুল  থেকে শুরু করে পাড়ার রক , সবখানেই সাদা পোষাকে মহিলা পুলিশের আনাগোনায় চিন্তার ভাঁজ পরেছে  প্রেমিকদের । জানা গিয়েছে ভালোবাসার দিন যার পোষাকি নাম “ভ্যালেন্টাইন্স ডে” পর্যন্ত সাদা পোষাকের পুলিশের আনা গোনা লেগে থাকবে পুরো মহকুমা জুরে ।  কোথাও যেন নিস্তার  নেই তাদের । শুক্রবার দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি জানানা , এদিন দিনহাটা শহরের গোপাল নগর , দিনহাটা গার্লস হাই স্কুল , সোনি দেবী জৈন হাই স্কুল সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট দশ জন ইভটিজার কে গ্রেফতার করেছে পুলিশ । যার মধ্যে বেশিরভাগই নাবালক বলে তিনি জানান । জানা গেছে , বিভিন্ন স্কুল থেকে শুরু করে শহর ও শহরতলীর নানান প্রান্ত  থেকে ছেলে দের অহেতুক ঘোরা ফেরা ও মেয়েদের উত্যক্ত করার খবর পেয়ে নড়েচড়ে বসে দিনহাটা মহিলা থানা । আর এর পরেই দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরির নেতৃত্বে  নাবালক সমেত দশ জন যুবক কে গ্রেফতার করে দিনহাটা মহিলা থানার পুলিশ । মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি আরো জানান , আগামী কয়েকদিন সাদা পোষাকের পুলিশের নজরদারি আরো বারানো হবে । 

3 comments:

  1. দারুণ খবর, ধন্যবাদ দিনহাটা পুলিশ প্রশাসন

    ReplyDelete
  2. oi school er mey rao kono ongahe kom na. prosasoner etao khoj neoa uchit

    ReplyDelete
  3. Happy valentines day guys.... 😁 😁

    ReplyDelete

Powered by Blogger.