আর্ন্তজাতিক চারুকলা উৎসব মঞ্চে বাংলাদেশী শিল্পীদের সংবর্ধনা


শিরোনাম ২৪, দিনহাটা, ২২ ফেব্রুয়ারিঃ আর্ন্তজাতিক চারুকলা উৎসব মঞ্চে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের সংবর্ধিত করলো মহকুমা প্রশাসন । দিনহাটা শহরের হেমন্ত বসু কর্ণারে বৃহস্পতিবার উত্তরবঙ্গ চারুকলা স্যোসাইটি ও দিনহাটা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বংলাদেশের চার চিত্র শিল্পীকে সংবর্ধিত করা হয় । এদিনের সংবোর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ , মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি , দিনহাটা থানার আই সি জহর জ্যোতি রায় , দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল আচার্য,  সমাজ কর্মী বিশু ধর, চারুকলা সোস্যাইটির অন্যতম কর্তা তথা উত্তরের বিশিষ্ঠ চিত্র শিল্পী রথীন্দ্র নাথ সাহা সহ প্রমুখ । এদিনের এই অনুষ্ঠানে বাংলাদেশের চার শিল্পিকে সংবর্ধিত করা হয় । বাংলা দেশের এই শিল্পীরা হলেন , নাজমুর আক্তার , মোঃ মেহেন্দি হাসান , নাজিয়া মাসুদ খান , পীষুস কান্তি সরকার । এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ  এস ডি পি ও কুন্তল ব্যানার্জি বলেন , উত্তরবঙ্গ চারু কলা স্যোসাইটির এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের অংশ গ্রন গোটা অনুষ্ঠানটিকে আর্ন্তজাতিক মাত্রায় পৌছে দিয়েছে ।  এবং প্রশাসনের তরফ থেকেও বাংলাদেশের শিল্পীদের ধন্যবাদ জানানো হয় । এদিনের এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা উত্তরবঙ্গ চারুকলা স্যোসাইটি ও দিনহাটা মহকুমা প্রশাসনের তরফে এই সংবর্ধনা অনুষ্ঠানে  অভিভূত বলেও তারা উল্লেখ করেন । পাশাপাশি এদিন দিনহাটা শহরের হেমন্ত বসু কর্ণারে মৃৎ শিল্পীদের নানাবিধ কারুকৃত করতে দেখা যায় । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.