জিতপুর কান্ডে চব্বিশ ঘন্টার মধ্যেই বড় সাফল্য দিনহাটা পুলিশের

দিনহাটা, ২ ফেব্রুয়ারিঃ বাবকে খুনের ঘটনায় ধৃত ছেলে । দিনহাটা ২ ব্লকের বালিকা এলাকার জিতপুরের বাসিন্দ উকিল বর্মন কে খুন করে মাটির নিচে পুঁতে রাখার ঘটনায় সন্দের মুল তির ছিল ছেলে বাপি বর্মনের দিকে । অবশেষে গতকাল গভীর রাতে ছেলে বাপি বর্মন কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই এলাকার একটি বাড়ি থেকে বাপি বর্মন কে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় মৃত উকিল বর্মনের স্ত্রী ও পুত্রবধূ কে আগেই গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে , খুনের ঘটনায় ধৃত মৃত ব্যক্তির স্ত্রী পুত্রবধূকে আজ দিনহাটা  আদালতে তোলা লে তিন দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি । দেহ উদ্ধারের পর থেকেই নিখোঁজ ছিলেন মৃতের ছেলে বাপি বর্মন ।  দেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটনার মুল অভিযুক্ত  বাপি বর্মন কে গ্রেফতার পুলিশের বড় সাফল্য বলে মনে করছেন দিনহাটার সাধারন মানুষ । যদিও দেহ উদ্ধারের দিনহাটা দিনহাটা এস ডি পি ও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খুব শীঘ্রই বাপি বর্মন কে গ্রেফতার করবে পুলিশ । উল্লেখ্য , মা বৌ কে সঙ্গে নিয়ে বাবা কে নৃশংস ভাবে খুন করে বাডির উঠানেই গর্ত করে মাটি চাপা দিয়ে  রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জিত পুর গ্রামে । ধটনার দুই দিন পর বুধবার বিকালে  দিনহাটা দিনহাটা এস ডি পি ও কুন্তল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে  বাডির উঠান থেকেই কয়েক  ফুট মাটি খুড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে  মৃত উকিল বর্মণের স্ত্রী ছেলের বৌ সব কিছু স্বীকার করে নেওয়ার পরেই  ঘটনাস্থল থেকে পুলিশ আর্থ  রিমুভার মেশিন দিয়ে কয়েক  ফুট মাটি খুড়ে উকিল বর্মণের মৃতদেহ উদ্ধার করে অভিযুক্ত উকিল বর্মণের স্ত্রী বলেন ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না মদ খেয়ে এসে তার স্বামী বাড়িতে ভাঙচুর অত্যাচার করায় ছেলে ছেলেও বৌ তার সবামীকে খুন করে বাডির উঠানেই গর্ত করে মাটি চাপা দিয়ে  রাখে বলে উকিল বর্মণের স্ত্রী স্বীকার করে নেন উকিল বর্মণের ছেলের বৌ দেবশ্রী বর্মণ বলেন তার শ্বশুর মশাই প্রায়ই মদ খেয়ে এসে ভাঙচুর অত্যাচার করত ঘটনার দিন রাতেও উনি একই ভাবে মদ খেয়ে এসে  অত্যাচার করায়  তার স্বামী বাপি বর্মণ তাকে ছুড়ি দিয়ে আঘাত করে খুন করে এরপর শ্বশুরের মৃতদেহ বাডির উঠানেই গর্ত করে মাটি চাপা দিয়ে রাখেন তারা তিন জন মিলেই বলে স্বীকার করেন উকিল বর্মণের ছেলের বৌ দেবশ্রী বর্মণ


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.