দিনহাটা, ২০ফেব্রুয়ারি:সীমান্তেরছাত্রছাত্রীদের পড়াশুনায় বিশেষ ভাবে আগ্রহী করে তুলতে তাদের হাতে শিক্ষা ও খেলাধুলার নানা সামগ্রি তুলে দিল বিএসএফ। মঙ্গলবার দিনহাটা-২ব্লকের ছোটো গাড়োলঝড়াতে ছোট গাড়লঝড়া জুনিয়ার হাইস্কুলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশুনা ও খেলাধূলার সামগ্রী বিতরণকরা হয়। এদিনের অনুশঠানেনউপস্থিত ছিলেন বিএসএফ এরকোচবিহার সেক্টরের ডিআইজি সিএল বেলওয়া, কোচবিহার জেলা পরিষদ সদস্যতারণীকান্ত বর্মন , বিএসএফের ১০১ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কম্যান্ড পি কে দেবরাল সহ অন্যান্যরা। এদিন তারণী বাবু বলেন,স্থানীয় মানুষেরছাড়া বাইরে থেকে আসা বিএসএফ জওয়ানদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বিএসএফ ওস্থানীয় মানুষের সহযোগীতায় জাতীয় নিরাপত্তা আরোও বেশী সুরক্ষিত হবে। ডিআইজিবলেন, আধুনিক প্রজন্ম খেলাধূলা প্রায় ভুলে যেতে বসেছে বলেই চলে।ছাত্রছাত্রী সহ যুব সমাজকে আরো বেশী খেলাধূলায় মনোযোগী হতে হবে। শরীরস্বাস্থ্য সুস্থ থাকলে সুস্থ জাতি গঠিত হবে। বিএসএফ সূত্রে জানা গেছে , এদিন প্রায় দুইশত ছাত্রছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ, ছাতা, ফুটবল সহ নান রকমসামগ্রী বিতরণ করা হয়েছে।সমাজ সেবা মূলক কাজের অঙ্গ হিসাবে এবং সীমান্তের বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক কে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে বিএসএফের ১০১ ব্যাটেলিয়নের উদ্যোগে এদিন ওই অনুষ্ঠানে ডিআইজি সীমান্তে চোরাচালান বন্ধে সহযোগিতা করার জন্য গ্রামবাসিদের সহযোগিতা চান । বিএসএফের উদ্যোগে সমাজ সেবা মূলক কাজের অঙ্গ হিসাবে এদিনের অনুষ্ঠান কে ঘিরে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় । সমাজ সেবা মূলক কাজের অঙ্গ হিসাবে বিএসএফের এহেন উদ্যোগ কে সাধুবাদ জানান সীমান্তের বাসিন্দারা ।
Post a Comment