![]() |
শিরোনাম ২৪ , সুমন মন্ডল , দিনহাটা ঃ গ্রাহক দের হয়রানির অভিযোগ
উঠলো স্টেট ব্যাঙ্ক ওফ ইন্ডিয়ার টাউন শাখার বিরুদ্ধে । একের পর এক গ্রাহক সেবা বিঘ্নিত পাশাপাশি ম্যানেজার সহ ব্যাঙ্ক কর্মীদের
দূর ব্যাবহারের কারনে অনেক গ্রহকই এই ব্যাঙ্কে লেন্দেন বন্ধের ও হুমকি দেয় । ব্যাঙ্কের
ভিতরে আঁধার কার্ড তোলা নিয়ে হয়রানির অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ।
দিনহাটার গোধুলিবাজার এলাকায় স্টেট ব্যাঙ্কের টাউন শাখায় গত কিছুদিন ধরেই শুরু
হয়েছে আঁধার কার্ড তোলার কাজ । আঁধার কার্ড করতে
মহকুমার বিভিন্ন গ্রাম গঞ্জের থেকে আসা বাসিন্দারা বলেন তারা গত কয়েক দিন
ধরেই ব্যাঙ্কে আঁধার কার্ড করতে এলেও নানা ভাবে হয়রানীর স্বীকার হতে হচ্ছে তাদের ।
আঁধার কার্ড করার জন্য সোমবার সংশ্লিষ্ট ব্যাঙ্কে
আসা সম বিবি , গণেশ ভৌমিক , তমেজ ব্যাপারি , কমল বোস প্রমূখ বলেন বাইরে
আঁধার কার্ডের সেন্টার গুলি বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে । তারা এই
কার্ড করার জন্য গত কয়েক দিন ধরে কার্ড করার জন্য ব্যাঙ্কে এসে ঘুরে যাচ্ছেন বলে
তাদের অভিযোগ । শুধু তাই নয় কার্ড করার জন্য তারা গত কয়েক দিন ধরে ভোর বেলায় এসে
লাইনে দারালেও শেষ পর্যন্ত করতে পারছেন না । কখনো দশটা , আবার কখনো পনেরো টা ,
আবার কখনো কুড়ি টা কার্ড করার পর ব্যাঙ্ক করতিপক্ষ বাকিদের কে ফিরিয়ে দিচ্ছেন ।
আঁধার কার্ড করতে আসা বাসিন্দারা আর বলেন এভাবে ঘুরতে থাকায় তাদের সময় ও অর্থ ব্যয়
হচ্ছে । আর ব্যাঙ্ক বাবুরা নিজেদের ইচ্ছামত কয়েক জনের কার্ড করে আবার বন্ধ করে
দিচ্ছেন । অবিলম্বে সমস্যা সমাধান না হলে
বাসিন্দারা দিনহাটার গোধুলিবাজার এলাকায় স্টেট ব্যাঙ্কের টাউন শাখায় প্রয়োজনে তালা
ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন । কার্ড করার জন্য আসা মানুষ গুলি বলেন অন্যান্য দিনের মত
এদিনও তারা ভোর রাত থেকে এসে লাইনে দাঁড়ান । বেলা দশটা নাগাদ ব্যাঙ্ক খোলার পর
তাদের জানিয়ে দেওয়া হয় এদিন আঁধার কার্ড করা হবে না । কারন ব্যাঙ্কের ভিতরে যিনি
আঁধার কার্ড করেন তিনি আসেন নি । অথচ এই লোক গুলিকেই শনিবার বলে দেওয়া হয় তাদের
আঁধার কার্ড সোমবার করা হবে । অবিলম্বে হয়রানি বন্ধ করা ছারাও সংশ্লিষ্ট ব্যাঙ্ক
করতিপক্ষের বিরুদ্ধে ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে অসহজোগীতার নানা অভিযোগ তুলে ধরেন
আঁধার কার্ডের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ গুলি । সংশ্লিষ্ট ব্যাঙ্কের সাখা প্রবন্ধক
লোকসাং ভুটিয়া সমস্যার কথা স্বীকার করে
নিয়ে বলেন আগামিতে যাতে আঁধার কার্ড করতে এসে কারো অসুবিধা না হয় তার জন্য চেষ্টা
করা হচ্ছে ।

