 |
| পথ অবরোধ গিতালদহ বাজারে । - নিজস্ব চিত্র |
 |
| ক্ষতিগ্রস্থ দোকান। -নিজস্ব চিত্র |
দিনহাটা, ১৫ফেব্রুয়ারিঃ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে
দুষ্কৃতকারিরা হামলা চালালো বেশ কয়েকটি দোকানে । বৃহস্পতিবার বিকেলে দিনহাটা
মহকুমার সীমান্তবর্তী গ্রাম গিতালদহ বাজারে একদল দুষ্কৃতকারিরা মদ্যপ আবস্থায় তান্ডব চালায় । দুষ্কৃতকারিরা হাতে অস্ত্র নিয়ে তান্ডব চালায় বলে অভিযোগ । এর জেরে
আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । ব্যাবসায়ীরা প্রান বাচাতে দোকান ছেড়ে রাস্তায় নেমে
পরে । খবর পেয়ে দিনহাটা থানা থেকে বিরাটা পুলিশ বাহিনী ঘটনার স্থলে উপস্থিত হয় ।
পরবর্তীতে স্থানীয় ব্যাবসায়ীরা পথ অবরোধ করে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ঘড়িতে বিকেল চারটে । হঠাৎ মদ্যপ অবস্থায় কিছু যুবক
মোটরবাইকে চেপে গীতালদহ বাজারে এসে দোকান পাটের উপর হামলা চালায়
। পাশাপাশি বাজারের কিছু দোকানে ভাংচুর চালায় বলে অভিযোগ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরাম পয়েস্তি এলাকার কিছু যুবক এদিন মদ্যপ অবস্থায় এসে গীতালদাহ বাজারে তান্ডব চালানোর পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভাংচুর করে । এর পরেই ব্যাবসায়ীরা প্রতিবাদে পথে নামে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌছলে পরিস্থিতি ধিরে ধিরে নিয়ন্ত্রনে আসে । গীতালদাহ বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান ,
বাজারের বেশ কিছু দোকানে ভাংচুর করে একদল দুষ্কৃতকারি । এরপর বাজারের ব্যবসায়ীরা কয়েক ঘন্টা পথ অবরোধ করে ।পরবর্তিতে পুলিশ এসে ঘটনা টি নিয়ন্ত্রণ এ আনে । উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গীতালদহে থানার দাবী জানাচ্ছিলেন স্থানীয় ব্যাবসায়ীরা । এ বিষয়ে পুলিশ কর্তাদের একাধিকবার জানানো হলেও কোন লাভ হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । বিষয়টি নিয়ে দিনহাটা এস ডি পি ও কুন্তল ব্যানার্জি বলেন , ঘটনার স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে । কিন্ত এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ জমা পড়েনি । তবে লিখিত অভিযোগ পেলে পুলিশ প্রয়জনীয় ব্যাবস্থা নেবে বলে এস ডি পি ও কুন্তল ব্যানার্জি জানান ।