পুলিশ লকআপে স্কুল শিক্ষকের মৃত্যু , ঘটনায় চাঞ্চল্য
0SHERONAAM 24February 13, 2018
শিরোনাম ডেস্ক ,
দিনহাটা , ১৩ ফেব্রুয়ারিঃ পুলিশি হেফাজতে পুলিশ লকআপে মৃত্যু হলো এক শিক্ষকের । প্রাথমিক স্কুল শিক্ষকের পুলিশ লকআপে মৃত্যুর
ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো
দিনহাটায় । জানা গিয়েছে , গতকাল গভীর রাতে দিনহাটার বৌ-বাজার এলাকা থেকে সৌমদীপ
চক্রবর্তী (২৮) নামের এক ব্যাক্তিকে মদ্যপানের অভিযোগে দিনহাটা থানায় নিয়ে আসে কর্তব্যরত
পুলিশ অফিসার এস কাঞ্জিলাল । অভিযোগ , মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংশ্লিষ্ট এলাকায়
ঝামেলা করার অপরাধে ঐ ব্যাক্তিকে থানায়
নিয়ে আসা হয় । থানার লকআপে পুরো রাত বন্দি করে রাখার পর এদিন সকালে দিনহাটা মহকুমা
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করে । মৃতের মামা রতন সরখেল জানান , গতকাল রাতে শেষ
বার ভাগ্নের সাথে কথা হয়েছিল । এদিন সকালে সৌমদীপ চক্রবর্তীর
পাশপোর্টের জন্য আবেদন করার কথা থাকায় মৃতের মামা জরুরি কাগজ সংগ্রহ করে মৃতের মোবাইলে ফোন করলে সুইচ অফ বলে । সন্দেহ হওয়ায় খোঁজ নিলে তিনি
জানতে পারেন পুলিশি হেপাজতে মারা গিয়েছে
শিক্ষক সৌমদীপ চক্রবর্তী । স্থানীয় সূত্রে
জানা গিয়েছে , দিনহাটা ১ব্লকের বামনটারি এলাকার বাসিন্দা ছিলেন মৃত সৌমদীপ
চক্রবর্তী । সম্প্রতি দিনহাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বডিংপাড়া বাইলেন এলাকায় মা
শেফালি চক্রবর্তীকে নিয়ে ভাড়া থাকতেন তিনি । টিয়াদহ
গোর্খা পাড়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে মৃত সৌমদীপ চক্রবর্তী কর্মরত
ছিলেন বলে জানা গিয়েছে । ঘটনা জানতেই ছুটে আসে অতিরিক্ত পুলিশ সুপার ডি দিব্বা ,
দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি , দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ,
তৃণমূল শিক্ষক সমিতির নেতা ধর্মেন্দ্র সিং । ঘটনা প্রসঙ্গে দিনহাটা বিধায়ক উদয়ন গুহ বলেন ,
অসংলগ্ন অবস্থায় গতকাল রাতে পুলিশ তুলে প্রাথমিক স্কুল শিক্ষক
সৌমদীপ চক্রবর্তীকে । পরে পুলিশ লকআপে তার মৃত্যু হয় । তবে ময়নাতদন্তের রিপোর্ট
এলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে
তিনি জানিয়েছেন ।