সুমন মণ্ডল , কোচবিহার, ৭ ফেব্রুয়ারিঃ একের
পর এক ট্রেন বাতিলের জেরে সমস্যায় রেল যাত্রীরা । দিন কয়েক আগেই ডিপার্টমেন্টের
পরিক্ষার জন্য বাতিল ছিল ২৮ টি ট্রেন । ফের দুদিনের জন্য বাতিল হলো ১০ জোড়া ট্রেন
। জানা গিয়েছে , নন ইন্টারলকিং কাজের জন্য ৮ ও ৯ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব সীমান্ত রেলের ২০ টি ট্রেন বাতিল করা হয়েছে । শুধু তাই নয় এর পাশাপাশি একাধিক ট্রেনের বদল কড়া হয়েছে যাত্রাপথ । এর জেরে এই দুই দিন চরম হয়রানির শিকার হবে নিত্যযাত্রী থেকে
শুরু করে দূর পাল্লার যাত্রীরা । রেল সূত্রে জানা গিয়েছে ,
উত্তর-পূর্ব সীমান্ত রেলের রানিনগর স্টেশন থেকে জলপাইগুড়ি রোড স্টেশন
পর্যন্ত নন ইন্টারলকিংয়ের কাজ চলবে এই দুই দিন । এর জেরেই নিউ আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি ভায়া ফালাকাটা ও নিউ কোচবিহার রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তার জেরে ভারত
বাংলাদেশ সীমান্তবর্তী স্টেশন বামন হাট রুটের বামন হাট থেকে শিলিগুড়ি জংশন ডি এম ইউ প্যাসেঞ্জার সহ দিনহাটা শিলিগুড়ি জংশন ডি এম ইউ প্যাসেঞ্জার বন্ধ
থাকবে বলে জানা গিয়েছে ।এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম
চন্দ্রবীর রমণ বলেন , ৮ ও ৯ ফেব্রুয়ারি এই দুই
দিন নন ইন্টারলকিং কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ।এছারাও কিছু ট্রেনকে ঘূর পথে চালানো হবে ।
যেমন , তিস্তা তোর্সা এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেসকে নিউ আলিপুরদুয়ারের বদলে
নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চালানো হবে । এ ছাড়াও রাজধানী এক্সপ্রেস , গরিব রথ এক্সপ্রেস , নর্থ ইস্ট এক্সপ্রেসকে ঘুড় পথে চালানো হবে বলে তিনি জানান ।

