শিরোনাম ডেস্ক, দিনহাটা, ২০ ফেব্রুয়ারিঃ
প্রাথমিক বিদ্যালয়য়ের মিড-ডে-মিলের খাবারের গুনগত মান পরিক্ষা করতে স্কুলে উপস্থিত
স্বয়ং সমষ্ঠি উন্নয়ন আধিকারিক । দিনহাটা ২ ব্লকের প্রত্যান্ত এলাকার কয়েকটি প্রাথমিক
বিদ্যালয়ে উপস্থিত হলেন সমষ্ঠি উন্নয়ন
আধিকারিক আমর্ত্য দেবনাথ । মঙ্গলবার দিনহাটা ২ব্লকের মোক্তারের বাড়ি নিম্ন
বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় , জয়গোপাল গঞ্জ ৫ম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় ,
দক্ষিন কিসামত দশ গ্রাম এপি স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে হঠাৎ করে উপস্থিত হন স্বয়ং
সমষ্ঠি উন্নয়ন আধিকারিক । দিনহাটা ২ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে , দীর্ঘ দিন
ধরেই শিশু দের খাবারের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠছিল । ব্লক প্রশাসনের কাছে এই
অভিযোগ একাধিকবার আসার পর এদিন বেশ কয়েকটি স্কুলে হাজির হন সমষ্ঠি উন্নয়ন আধিকারিক অমর্ত্য
দেবনাথ । ব্লক প্রশাসনের এই আধিকারিক স্কুল গুলিতে গিয়ে মিড-ডে-মিলের চাল দেখতেই আঁতকে ওঠেন । পচা চাল কি
ভাবে শিশু দের খাওয়ান হচ্ছে তা নিয়েও তিনি স্কুল কতৃপক্ষ গুলির কাছে কৈফিত তলব
করেন । জানা গিয়েছে , এদিন ব্লক প্রশাসনের এই আধিকারিক স্কুল গুলিতে গিয়ে প্যেকেট
করা চালের বস্তা খুলে তা খতিয়ে দেখেন । পোকা সমেত পচন ধরে যাওয়া চাল কিভাবে সিল করা বস্তায় থাকতে পারে
তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন । প্রশাসনিক কর্তার সারপ্রাইজ ভিজিটে অনেক স্কুলের শিক্ষকরা কার্যত
বিপাকে পড়ে যায় বলে তথ্যবিজ্ঞ মহলের মত । তবে স্কুল পড়ুয়া শিশুদের অবিভাবকরা দিনহাটা
২ব্লকের সমষ্ঠি উন্নয়ন আ্ধিকারিকের এহেন কর্ম কান্ড কে সাধুবাদ জানায় । বিষয়টি
নিয়ে দিনহাটা ২ব্লকের সমষ্ঠি উন্নয়ন আ্ধিকারিক অমর্ত্য দেবনাথ কে ফোন করা হলে তাকে
পাওয়া যায়নি । স্কুলে হানা দিলেন সমষ্ঠি উন্নয়ন আধিকারিক
0
February 20, 2018
শিরোনাম ডেস্ক, দিনহাটা, ২০ ফেব্রুয়ারিঃ
প্রাথমিক বিদ্যালয়য়ের মিড-ডে-মিলের খাবারের গুনগত মান পরিক্ষা করতে স্কুলে উপস্থিত
স্বয়ং সমষ্ঠি উন্নয়ন আধিকারিক । দিনহাটা ২ ব্লকের প্রত্যান্ত এলাকার কয়েকটি প্রাথমিক
বিদ্যালয়ে উপস্থিত হলেন সমষ্ঠি উন্নয়ন
আধিকারিক আমর্ত্য দেবনাথ । মঙ্গলবার দিনহাটা ২ব্লকের মোক্তারের বাড়ি নিম্ন
বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় , জয়গোপাল গঞ্জ ৫ম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় ,
দক্ষিন কিসামত দশ গ্রাম এপি স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে হঠাৎ করে উপস্থিত হন স্বয়ং
সমষ্ঠি উন্নয়ন আধিকারিক । দিনহাটা ২ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে , দীর্ঘ দিন
ধরেই শিশু দের খাবারের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠছিল । ব্লক প্রশাসনের কাছে এই
অভিযোগ একাধিকবার আসার পর এদিন বেশ কয়েকটি স্কুলে হাজির হন সমষ্ঠি উন্নয়ন আধিকারিক অমর্ত্য
দেবনাথ । ব্লক প্রশাসনের এই আধিকারিক স্কুল গুলিতে গিয়ে মিড-ডে-মিলের চাল দেখতেই আঁতকে ওঠেন । পচা চাল কি
ভাবে শিশু দের খাওয়ান হচ্ছে তা নিয়েও তিনি স্কুল কতৃপক্ষ গুলির কাছে কৈফিত তলব
করেন । জানা গিয়েছে , এদিন ব্লক প্রশাসনের এই আধিকারিক স্কুল গুলিতে গিয়ে প্যেকেট
করা চালের বস্তা খুলে তা খতিয়ে দেখেন । পোকা সমেত পচন ধরে যাওয়া চাল কিভাবে সিল করা বস্তায় থাকতে পারে
তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন । প্রশাসনিক কর্তার সারপ্রাইজ ভিজিটে অনেক স্কুলের শিক্ষকরা কার্যত
বিপাকে পড়ে যায় বলে তথ্যবিজ্ঞ মহলের মত । তবে স্কুল পড়ুয়া শিশুদের অবিভাবকরা দিনহাটা
২ব্লকের সমষ্ঠি উন্নয়ন আ্ধিকারিকের এহেন কর্ম কান্ড কে সাধুবাদ জানায় । বিষয়টি
নিয়ে দিনহাটা ২ব্লকের সমষ্ঠি উন্নয়ন আ্ধিকারিক অমর্ত্য দেবনাথ কে ফোন করা হলে তাকে
পাওয়া যায়নি । 