মুখ্যমন্ত্রীর সফরকালে কোচবিহারের দিনহাটা থেকে বোম উদ্ধার , এলাকায় চাঞ্চল্য








শিরোনাম ২৪ ডেস্ক,  কোচবিহার , ৬ ফেব্রুয়ারি  ঃ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি  সফর কালে কোচবিহার জেলার  দিনহাটার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে পাঁচটি বোম্ব উদ্ধার করল সীমান্ত সুরক্ষা বাহিনী ও  পুলিশ । মঙ্গলবার ভোর চারটে নাগাদ  দিনহাটা-১ ব্লকের ভারত- বাংলাদেশ সীমান্তের গীতালদহের ভোরাম পয়েস্তি এলাকা গ্রাম থেকে পাঁচ টি বোম্ব উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটা মহকুমা জুরে । দিনহাটা-১ ব্লকের  গীতালদহ-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য দেলদার হোসেনের বাড়ির সামনে থেকে পাঁচটি বোম্ব উদ্ধারের ঘটনায় মহকুমা জুড়ে  তীব্র আলোড়ন ও আতঙ্ক দেখা দেয় ।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের  উত্তরবঙ্গ সফর কালে  দিনহাটার সীমান্ত গ্রামে বোম্ব উদ্ধারের ঘটনায় পুলিস ও প্রসাসনিক কর্তাদের কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে । ঘটনায় বেলাল হোসেন নামে এক ব্যাক্তিকে পুলিশ গ্রেপ্তার করে বলে বিশ্বস্ত সূত্রের দাবী । বাড়িতে বোম্ব রাখার অভিযোগে সীমান্ত গ্রাম গীতালদহের মরাকুঠি গ্রাম থেকে পাঁচ টি বোম্ব সহ বেলাল হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা ছারাও পুরোন এক ঘটনার অভিযোগের ভিত্তিতে গীতালদহ-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য দেলদার হোসেন কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য  আটক করে বলে জানা গেছে । ঘটনার বিবরনে পুলিশ ও বি এস এফ সূত্রে জানা গেছে বি এস এফের ৩৮ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এদিন সাত সকালে সীমান্তের গীতালদহের মরাকুঠি( ভোরাম পয়েস্তি)গ্রামে হানা দেয় । বেলাল হোসেনের বাড়ি তে বোম্ব রয়েছে খবর জানতে পেরেই সীমান্ত সুরক্ষা বাহিনীর ৩৮ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে পুলিশ কে খবর দেওয়া হয় । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় । পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ ও বি এস এফ  যৌথ অভিযান চালিয়ে এদিন সীমান্তের গীতালদহের মরাকুঠি( ভোরাম পয়েস্তি)গ্রামে হানা দিয়ে পাঁচ টি বোম্ব সহ বেলাল হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা ছাড়াও পুরোন এক ঘটনার গীতালদহ-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য দেলদার হোসেন কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ । পুলিশ ও বি এস এফ সূত্রে আরো জানা গেছে ফরেনসিক তদন্তের পর সব পরিস্কার হয়ে যাবে । দিনহাটার সীমান্তে বি এস এফের ৩৮ নং ব্যাটেলিয়ানের জওয়ানদের তৎপরতায় পাঁচ টি বোম্ব ও বেশ কিছু সরঞ্জাম আটক  সহ এক যুবক কে গ্রেপ্তারের ঘটনায় সীমান্ত সুরক্ষা বাহিনীর  কমান্ড্যান্ট  রাওয়াত সিং ঠাকুর কোম্পানী কমান্ড্যান্ট জয় প্রকাশ সহ অন্যান্য জওয়ানদের উষ্ণ অভিনন্দন জানান ।   



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.