শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটা, ১৯ ফেব্রুয়ারিঃ সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের ক্ষতিপূরণ দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজীর নেতৃতে রাজ্য সরকার । সোমবার দিনহাটা ২ নং ব্লক বিডিও অফিস চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় । এদিন ব্লক প্রশাসনের দপ্তর চত্বরে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতাজ বেগম , দিনহাটা মহকুমা কৃষি আধিকারীক যাদব মণ্ডল , দিনহাটা ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমর্ত্য দেবনাথ , দিনহাটা ২ নং ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব ঘোষ , দিনহাটা ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তি রায় , দিনহাটা ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খগেশ্বর রায় , ব্লক কৃষি আধিকারীক ডঃ প্রবোধ মণ্ডল , বেসরকারি একটি ব্যাঙ্কের ম্যানেজার অনুরুদ্ধ সাহা প্রমুখ। দিনহাটা ২ নং ব্লক এলাকার প্রায় সতেরো হাজার ক্ষতিগ্রস্থ কৃষকের হাতে পর্যায়ক্রমে ক্ষতি পুরনের এই চেক তুলে দেওয়া হবে বলে কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতাজ বেগম , দিনহাটা -২ ব্লক কৃষি আধিকারিক ডঃ প্রবোধ মণ্ডল জানান । এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন দিনহাটা -২ ব্লকে ১৭ হাজার ক্ষতিগ্রস্থ কৃষকের হাতে ক্ষতি পুরনের চেক তুলে দেওয়া হবে । দিনহাটা সহ কোচবিহার জেলার প্রায় ৪৮ হাজার কৃষককে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বিধায়ক উদয়ন গুহ , কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতাজ বেগম উল্লেখ করেন । এদিন দিনহাটা-২ ব্লক প্রশাসনের দপ্তর চত্বরে প্রায় ১০০০ কৃষকের হাতে চেক তুলে দেওয়া হলেও বাকি কৃষকদের হাতে ধাপে ধাপে চেক তুলে দেওয়া হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে । উল্লেখ , গত বছরের ব্যাপক ক্ষতির কবলে পরে কোচবিহার জেলার কৃষকরা । অতিবৃষ্টি ও বন্যার ফলে কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয় । ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়াতে মমতা ব্যানারজীর নেতৃতে রাজ্য সরকার এগিয়ে আসায় স্বাভাবিক ভাবেই খুশি ক্ষতিগ্রস্থ কৃষকরা । কোচবিহার জেলার কৃষকদের সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৮ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে বিধায়ক উদয়ন গুহ , কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতাজ বেগম জানান । তারা আরো বলেন, “রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে আছে, বন্যার জন্য কোন কেন্দ্রীয় সাহায্য না পেয়েও রাজ্য সরকার কৃষকদের কষ্ট লাঘব করতে সচেষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে আগামী কয়েক দিন ধাপে ধাপে দিনহাটা -২ ব্লকে ১৭ হাজার ক্ষতিগ্রস্থ কৃষকের হাতে প্রায় ৯ কোটি টাকা ক্ষতি পুরনের চেক প্রদান করা হবে ।
