সাংবাদিকের স্মরন সভা

 সুমন মণ্ডল ,দিনহাটা , ৭ ফেব্রুয়ারিঃ কোচবিহারের বরিষ্ঠ সাংবাদিক দেবব্রত দে সরকার  স্মরন সভা অনুষ্ঠিত হলো দিনহাটায় । বিবর্তন সাহিত্য গোষ্ঠির উদ্যগে সংস্থার ৪ নং ওয়ার্ডস্থিত কার্যালয়ে প্রয়াত এই সাংবাদিকের স্মরন সভা অনুষ্ঠিত হয় । মঙ্গলবার সন্ধ্যায় বিবর্তন কার্যালয়ে এই স্মরন সভা আয়োজিত হয় । এই স্মরন সভায় উপস্থিত ছিলেন , ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত , সমাজকর্মী পার্থনাথ সরকার , নাট্য ব্যাক্তিত্ব কল্যানময় দাস ,  সঙ্গীত শিল্পী অপূর্ব অধিকারি , বিবর্তনের কর্ণধার ডাঃ উজ্জ্বল আচার্য , সাংবাদিক হরিপদ রায় , দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক , তৃনমূল শিক্ষক সঙ্গগঠনের ধর্মেন্দ্র সিংহ , দিনহাটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জিত কর্মকার , কবি মানিক সাহা , মহামায়া পাট ব্যায়াম বিদ্যলয়ের কর্নধার বিভূরঞ্জন সাহা , সারদা প্রসন্ন ঘোষ , সৌমিক বিশ্বাস , হীরক সরকার সহ প্রমূখ ।
   জেলার বরিষ্ঠ সাংবাদিক দেবব্রত দে সরকারের  প্রয়ানে বিবর্তন সাহিত্য গোষ্ঠির উদ্যগে এদিনের এই স্মরন সভা শুরুর আগে প্রয়াত সাংবাদিকের প্রতিকৃতিতে মাল্যদান করেন সকলে । এরপর উপস্থিত বিশিষ্ঠরা প্রয়াত এই সাংবাদিকের সামাজিক জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন । স্মরন সভায় উপস্থিত সকলে তাদের নিজ নিজ মন্তব্যে উল্লেখ করেন সাংবাদিকতার পাশাপাশি দেবব্রত দে সরকার  ছিলেন  নাট্য ও সাংস্কৃতি প্রেমী মানুষ ।  তার এই প্রয়ানে কোচবিহারের  সংবাদ জগতে অপূরণীয় ক্ষতি হল বলে উল্লেখ করেন উপস্থিত বিশিষ্ঠ জনেরা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.