উত্তরের বিশিষ্ট কবি শ্যামল চৌধুরী কে চোখের জলে শেষ বিদায় জানালো দিনহাটা

 কোচবিহার   ঃ   উত্তরের বিশিষ্ট কবি বাগ্মী শিল্পী শ্যামল কুমার চৌধুরীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এল দিনহাটা সহ জেলার সাহিত্য সাংস্কৃতিক মহলে  । মৃত্যু কালে তাঁর বয়স ৬৩ বছর । বেশ কিছু দিন  ধরে তিনি হৃদ রোগে ভুগছিলেন ।  মঙ্গলবার রাতে কোচবিহারের বেসরকারি একটি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ পুত্র ১ কন্যা ও পুত্র বধুকে রেখে গেছেন । জানা গেছে এদিন হঠাত করে  তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে দিনহাটার  একটি বে-সরকারী নার্সিং হোমে ভর্তি  করা হয় । তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে তাঁকে কোচবিহারে রেফার করা হয় ।  এদিন সন্ধ্যায় তাকে কোচবিহারের একটি   বে-সরকারী নার্সিং হোমে  ভর্তি করা হলে রাত দশটা  নাগাদ তাঁর মৃত্যু হয় । তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দিনহাটা সহ জেলার সাহিত্য সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে । রাজ্য সরকারের  ভুমি ও ভুমি রাজস্ব দপ্তরে   তিনি চাকুরি করতেন । বছর তিনেক আগেই তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তরে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন  । জীবনের শেষ দিন পর্যন্ত  তিনি  সাহিত্য সাংস্কৃতিক চর্চায় মগ্ন ছিলেন । উত্তরের বিশিষ্ট কবি শ্যামল চৌধুরীর মৃত্যুর পর বুধবার সকাল ১১ টা নাগাদ তাঁর মৃতদেহ দিনহাটার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনের সামনে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শায়িত করে রাখা হয় । সেখানে  প্রয়াত এই কবিকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুই শিক্ষক শ্যামল ধর, দিলিপ দে , উত্তরের বিশিষ্ট ছড়াকার শুভাশিষ দাশ , সঙ্গীত শিল্পী অপূর্ব অধিকারী , বিবর্তন সাহিত্য  গোষ্ঠীর কর্ণধার  ডাঃ উজ্জ্বল আচার্য ,  উত্তরের বিশিষ্ট নাট্য নির্দেশক ও চিত্র পরিচালক কল্যাণময় দাস , দিনহাটা নাগরিক মঞ্চর সম্পাদক জয়গোপাল ভৌমিক , দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী , দিনহাটা ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাবের সম্পাদক চন্দন সেনগুপ্ত , সভাপতি অসীম নন্দী , সমাজকর্মী বিশু ধর ,  মদন রায় , মানিক সাহা , দিনহাটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জিত কর্মকার , চিত্র শিল্পী প্রসেনজিত ভৌমিক , দিনহাটা প্রেস ক্লাবের পক্ষে দীপঙ্কর দত্ত , সুমন মন্ডল , আবির ভট্টাচার্য , শুভদীপ চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ । প্রয়াত কবির মৃতদেহ দিনহাটার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনের সামনে রাখা হলে সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয় । উপস্থিত সকলে কবি শ্যামল চৌধুরীর প্রয়াণে দিনহাটা পাইওয়ানিয়র ক্লাবের পক্ষ থেকে আগামী শনিবার দিনহাটা হাই স্কুলে স্মরণ সভার  আয়োজন করা হয়েছে । উত্তরের বিশিষ্ট কবি শ্যামল চৌধুরীর প্রয়াণে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ , রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান  দিনহাটা পৌরসভার পৌরপ্রধান বিধায়ক উদয়ন গুহ, সাংসদ পার্থ প্রতিম রায়  প্রমূখ গভীর  শোক জ্ঞাপন করেন । তারা বলেন কবি শ্যামল চৌধুরীর মৃত্যুতে জেলার সাহিত্য সাংস্কৃতিক জগতে অপূরনীয় ক্ষতি হল । এদিন দিনহাটার বড় নাচিনা মহা শ্মশানে প্রয়াত এই কবির শেষ কৃত্য সম্পন্ন হয়  ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.