“সে আসছে” ২৪শে মার্চ

শিরোনাম ডেস্ক , ১৯ফেব্রুয়ার  পেশাগত কাজের বাইরে  সমাজ কে সচেতনতার বার্তা দেওয়ার লক্ষ্যে পেশায় চিকিৎসক হয়েও ফের টেলিফিল্ম তৈরি করেছেন  দিনহাটা হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল আচার্য সহ একঝাক চিকিৎসক  ডাঃ আচার্যের উদ্যোগে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর বারের টেলিফিল্মের  বিষয় বন্ধ্যাত্ব নিয়ে সচেতনতা টেলিফিল্মের  নাম, ‘সে আসছে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর সপ্তম তম টেলিফ্লিম  “সে আসছে ”  অফিসিয়াল ট্রেলারের শুভ উদ্বোধন হল দিনহাটা শহরের  সুভাষ শিশু উদ্যানে রবিবার সন্ধ্যায় এই ট্রেলারের শুভউদ্বোধন হয় এদিন এই ট্রেলারে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবর্তন সাহিত্য গোষ্ঠীর কর্নধার তথা  দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ উজ্জ্বল আচার্য , বিবর্তন গোষ্ঠীর অন্যতমসদস্য তথা  ছবির পরিচালক  কল্যাণময় দাসসঞ্জিত কর্মকার , ধর্মেন্দ্র সিং , প্রসেঞ্জিত ভৌমিক , হিরক সরকার  , সারদা প্রসন্ন ঘোষ , সৌভিক দেব , সঙ্গীত শিল্পী  অপুর্ব অধিকারী , সুনন্দাসাহা , অপূর্ব দাস সহ আরো অনেকে   এদিন এই অফিসিয়াল ট্রেলার উদ্বোধনের পর তা   সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া হয়   এদিনের এই ট্রেলার প্রকাশের মধ্য দিয়েআগামী ২৪ শে মার্চ মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে তা সকলের সামনে প্রদর্শীত হবে বলে  বিবর্তন সাহিত্য গোষ্ঠীর কর্নধার তথা  সে আসছে টেলিফ্লিমের কর্ণধার   বিশিষ্ট চিকিৎসক ডাঃউজ্জ্বল আচার্য জানান     এদিন এই ছবি প্রসঙ্গে পরিচালক কল্যাণময় দাস বলেন , এই বার বিবর্তন গোষ্ঠীর সপ্তম নিবেদন সে আসছে তা আগামী  ২৪ শে মার্চ মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতিসদনে সকলের সামনে প্রদর্শীত হবে এদিন এই টেলিফ্লিমের  ট্রেলার আনুষ্ঠানিক ভাবে সুচনা হলো বলে  তিনি জানান এই ছবির মধ্য দিয়ে সমাজে এক  নিসন্তান  দম্পতির করুন অবস্থার কথাতুলে ধরা হয়েছে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর টেলিফিল্মসে আসছেকাহিনির শুরু এক বিত্তশালী দম্পতির কলেজ পড়ুয়া একমাত্র ছেলে দেবুর বেহিসেবি জীবনযাপন নিয়ে ঘটনাচক্রে বিত্তশালীদম্পতি সুদীপ মৌলির ওই সন্তান দুর্ঘটনায় মৃত্যু হয়   তার পরেই  বদলে দম্পতির জীবনচিত্র নিজের ছেলেকে অন্যের ছেলের মধ্যে খুঁজে বেড়াতেথাকেনসন্তানহারা মা বয়স, শারীরিক সক্ষমতার মত নানা সমস্যায় তাদের কাছে যা বাধা হয়ে দাঁড়ায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ওই বন্ধ্যাত্ব যন্ত্রণা ঘোচাতে পর্দায় উপস্থিতহন ভাড়াটে মা বীথিকা টেস্টটিউবের মাধ্যমে কৃত্রিম ভাবে ভ্রূণ প্রতিস্থাপন করা হয় বীথিকার গর্ভে তাঁর গর্ভেই পুত্র সন্তান প্রসব হয় ফের অন্ধকার দশা ঘুচিয়ে দম্পতিরআলোয় ফেরা শুরু সুদীপের চরিত্রে অভিনয় করছেন ডাঃ উজ্জ্বল আচার্য স্বয়ং মৌলির চরিত্রে অভিনয় করছেন  পায়েল পাল ছাড়াও টেলিফিল্মে অন্যান্য কলাকুশলীরা হলেন দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল , ডাঃ কল্লোল ব্যানারজী , ডাঃ অনির্বাণ সামন্ত , ডা এস রায় , ডাঃ জয়ন্ত চৌধুরী , কোয়েলি পাল , সঞ্জিত কর্মকার , শ্রেয়ান কর্মকার , আব্দুল সামাদ , তপন সাহা , স্রাবন্তি বসাক , পায়েল পাল , উজ্জবর্না আচার্য , হীরক সরকার প্রমূখ   টেলিফিল্মের  নির্দেশক কল্যাণময় দাস বলেন, বিবর্তন সাহিত্য গোষ্ঠীর  বারের  টেলিফিল্ম  বন্ধ্যাত্ব নিয়েসচেতনতা সমাজে ইতিমধ্যেই বিশেষ নাড়া দিয়েছে
যায়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.