লকআপে শিক্ষক মৃত্যু কাণ্ডে জুডিশিয়াল তদন্তের দাবীতে সোচ্চার হলো শিক্ষকরা

সুমন মণ্ডল,দিনহাটা,১৫ফেব্রুয়ারিঃ পুলিশ লকআপে শিক্ষক মৃত্যু কাণ্ডে জুডিশিয়াল তদন্তের দাবীতে সোচ্চার হলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি । বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাসক ও দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের করনে গিয়ে  লকআপে শিক্ষক মৃত্যু কান্ডে জুডিশিয়াল তদন্তের দাবী নিয়ে শিক্ষকদের তরফে এক ডেপুটেশন দেওয়া হয় । এদিনের এই ডেপুটেশন কে ঘিরে রাজনৈতিক মহলে  আলোড়ন ছড়িয়ে পড়ে । এদিন এই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডেপুটেশনে গৌরাঙ্গ সরকার , সুব্রত নাহা , সৈকত সরকার , অমিত কর , গৌতম চ্যাটার্জি প্রমুখের নেতৃত্বে এই ডেপুটেশন  দেওয়া হয় । উল্লেখ্য, সোমবার গভীর রাতে দিনহাটার বৌ-বাজার এলাকা থেকে টিয়াদহ ৫ম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌমদীপ চক্রবর্তী (২)কে মদ্যপানের অভিযোগে দিনহাটা থানায় নিয়ে আসে কর্তব্যরত পুলিশ অফিসার এস কাঞ্জিলাল । অভিযোগ , দিনহাটা ১ব্লকের বামনটারি এলাকার বাসিন্দা শিক্ষক সৌমদিপ চক্রবর্তী  মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংশ্লিষ্ট এলাকায়  ঝামেলা করছিল । সে কারনে শিক্ষক কে থানায় নিয়ে যায় পুলিশ । থানার লকআপে পুরো রাত বন্দি করে রাখার পর ১৩ ফেব্রুয়ারি  সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করে । অভিযোগ , মৃত শিক্ষকের গায়ে অসংখ্য ক্ষত চিহ্ন ছিল । ঘটনা প্রসঙ্গে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি জানান , থানার লকআপে শিক্ষক মৃত্যুর ঘটনার তদন্ত চলছে । , দিনহাটা,১৫ফেব্রুয়ারিঃ পুলিশ লকআপে শিক্ষক মৃত্যু কাণ্ডে জুডিশিয়াল তদন্তের দাবীতে সোচ্চার হলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি । বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাসক ও দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের করনে গিয়ে  লকআপে শিক্ষক মৃত্যু কান্ডে জুডিশিয়াল তদন্তের দাবী নিয়ে শিক্ষকদের তরফে এক ডেপুটেশন দেওয়া হয় । এদিনের এই ডেপুটেশন কে ঘিরে রাজনৈতিক মহলে  আলোড়ন ছড়িয়ে পড়ে । এদিন এই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডেপুটেশনে গৌরাঙ্গ সরকার , সুব্রত নাহা , সৈকত সরকার , অমিত কর , গৌতম চ্যাটার্জি প্রমুখের নেতৃত্বে এই ডেপুটেশন  দেওয়া হয় । উল্লেখ্য, সোমবার গভীর রাতে দিনহাটার বৌ-বাজার এলাকা থেকে টিয়াদহ ৫ম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌমদীপ চক্রবর্তী (২)কে মদ্যপানের অভিযোগে দিনহাটা থানায় নিয়ে আসে কর্তব্যরত পুলিশ অফিসার এস কাঞ্জিলাল । অভিযোগ , দিনহাটা ১ব্লকের বামনটারি এলাকার বাসিন্দা শিক্ষক সৌমদিপ চক্রবর্তী  মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংশ্লিষ্ট এলাকায়  ঝামেলা করছিল । সে কারনে শিক্ষক কে থানায় নিয়ে যায় পুলিশ । থানার লকআপে পুরো রাত বন্দি করে রাখার পর ১৩ ফেব্রুয়ারি  সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করে । অভিযোগ , মৃত শিক্ষকের গায়ে অসংখ্য ক্ষত চিহ্ন ছিল । ঘটনা প্রসঙ্গে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি জানান , থানার লকআপে শিক্ষক মৃত্যুর ঘটনার তদন্ত চলছে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.