শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটা , ১৯ ফেব্রুয়ারিঃ
নাবালিকার বিয়ে রুখলো দিনহাটা ২ ব্লকের সমষ্ঠি উন্নয়ন আধিকারিক । দিনহাটা ২ ব্লকের
সীমান্তবর্তী গ্রাম বামনহাটের এলাকা থেকে দিনহাটা ২ ব্লকের সমষ্ঠি উন্নয়ন
আধিকারিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে নাবালিকা মেয়ের বিয়ে আটকে দেয় । জানা
গিয়েছে , সীমান্তবর্তী গ্রাম বামনহাটের কালমাটি এলাকায় নাবালিকার বিয়ের খবর পেয়ে ২ ব্লকের সমষ্ঠি উন্নয়ন আধিকারিক অমর্ত্য
দেবনাথ ও সাহেব গঞ্জ থানার মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ছুটে যায় । পাত্রী পক্ষ
মেয়ের উপযুক্ত বয়সের প্রমান দেখাতে না পারায় বিয়ে আটকে দেয় প্রশাসন । পরবর্তীতে
ছেলে ও মেয়ে কে সাহেবগঞ্জ থানায় তুলে আনে পুলিশ । মেয়ের পক্ষ থেকে মুচলেখা দিলে
মেয়েকে ছেড়ে দেওয়া হলেও এদিন দিনহাটা আদালতে পাত্রকে তোলা হয় । এ প্রসঙ্গে দিনহাটা
ব্লকের সমষ্ঠি উন্নয়ন আধিকারিক অমর্ত্য
দেবনাথ বলেন , কন্যা পক্ষ বয়সের উপযুক্ত প্রমান দেখাতে পারেনি এবং মেয়ে নিজেই
স্বীকার করেছে তার বয়স ১৬ । সে কারনে বিয়ে আটকে দেওয়া হয়েছে । তিনি আরো বলেন ,
যেখানেই নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা চলবে সেখানেই প্রশাসন পৌছে যাবে ।

