সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত দুই সাংবাদিক

নীল জামা পরিহিত যুবকের বিরুদ্ধে অভিযোগ । -নিজস্ব চিত্র 
শিরোনাম ডেস্ক, দিনহাটা, ৯ ফেব্রুয়ারিঃ জব কার্ড থেকে হাতানোর অভিযোগ তুলে অভিযুক্ত বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল মান্নান সহ অভিযুক্তদের  অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে  থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আন্দোলন কারীদের এক যুবকের হেনস্থার স্বীকার হতে হল সাংবাদিকদের  । শুক্রবার দিনহাটা থানার সামনে বড় আটিয়াবাড়ি-২ অঞ্চল তৃনমূল কংগ্রেসের  পক্ষ থেকে ডেপুটেসন চলার সময় আন্দোলনকারীদের মধ্যে  ফিরোজ খন্দকার নামে এক যুবক দুই সাংবাদিকের উপর চড়াও হয় । অভিযোগ তাদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় । এমনকি ওই যুবক  দুই সাংবাদিককে আস্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রানে মেরে ফেলার হুমকি দেয়  ঘটনায় দুই সাংবাদিকদের পকেটে থাকা সংবাদ সংগ্রহের নানা সরঞ্জাম নষ্ট এমনকি হারিয়ে যায়  । থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আন্দোলন কারীদের ওই  যুবকের হাতে দুই সাংবাদিক সুমন মন্ডল ও আবীর ভট্টাচার্য  হেনস্থার ঘটনা পুলিশে লিখিত অভিযোগ জানান হচ্ছে । মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল বন্দ্যপাধ্যায় বলেন থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আন্দোলন কারীদের এক যুবকের হাতে সাংবাদিকদের হেনস্থার ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে । উল্লেখ্য একশ  দিনের কাজের বেনিফিসিয়ারিদের অ্যাকাউন্টের  কয়েক কোটি  টাকা জব কার্ড থেকে হাতানোর অভিযোগ তুলে অভিযুক্ত বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল মান্নান ও বড় আটিয়াবাড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার বোকুল মিঞা  অবিলম্বে গ্রেপ্তারের দাবী তুলে  এদিন বড় আটিয়াবাড়ি-২ অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে   দিনহাটা থানায় বিক্ষোভ ও ডেপুটেসন দিয়ে   অবিলম্বে তাদের  গ্রেপ্তারের দাবী জানান  হয় আগামী কয়েক ২৮ শে ফেব্রয়ারীর  মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তৃনমূল কংগ্রেসের বড় আটিয়াবাড়ি-২ অঞ্চল কমিটির পক্ষ থেকে  আগামী ১ লা মার্চ দিনহাটা থানার সামনে অমরন অনশন আন্দলনে নামার হুমকি দেওয়া হয় ।  তৃনমূল কংগ্রেসের বড় আটিয়াবাড়ি-২ অঞ্চল  সভাপতি মকবুল হোসেন , সমরেস দেব  বলেন গ্রামীন কর্মস্থান যোজনায় একশ  দিনের কাজ করার পর তাদের জবকারড় আটকিয়ে রাখে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল মান্নান  । তারা বলেন ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল মান্নান কে দল থেকে বহিস্কার করা ছারাও তাকে গ্রেপ্তারের দাবিতে এদিন দিনহাটা থানায় বিক্ষোভ ও ডেপুটেসন দেওয়া  হয় । এদিন আন্দোলন চলাকালীন সাংবাদিক নিগ্রহের ঘটনায় উপস্থিত তৃনমূল নেতৃত্ব এমনকি দলের দিনহাটা-১ ব্লক সভাপতি নুর আলম হোসেন ঘটনার তীব্র নিন্দা করেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.