দুষ্কৃতকারীদের হামলা চালানোর পর রাতে আগুন ধরিয়ে দেওয়া হল গিতালদহের হরিরহাট বাজারে
দিনহাটা: বৃহস্পতিবার বিকেলে দিনহাটার গিতালদহে ব্যবসায়ীদের দোকানে দুষ্কৃতকারীদের হামলা চালানোর পর রাতে আগুন ধরিয়ে দেওয়া হল গিতালদহের হরিরহাট বাজারের একাধিক দোকানে। আগুনে ভস্মীভূত হল ৩ টি দোকান সমেত তৃনমূল এর দলীয় কার্যালয়। রাতের এই ঘটনার পর শুক্রবার সকাল থেকে গিতালদহ বাজারে পথ অবরোধ করে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, যতক্ষন পুলিশ দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে পথ অবোরধ চলে। পরে পুলিশ গিয়ে আসবস্থ করলে অবরোধ তুলে নেয় অবরোধকারিরা। এদিকে তৃনমূল এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়া প্রসঙ্গে তৃনমূল এর দিনহাটা-১ ব্লক সভাপতি নুর আলম হোসেন বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

Post a Comment