মহিলা পুলিশ যেন “ভিলেন” , প্রেমিকদের কাছে

শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটা, ৮ ফেব্রুয়ারিঃ  ভ্যালেন্টাইন্স ডের প্রাক্কালে দশ রোমিও কে গ্রেফতার করলো পুলিশ । আর প্রোপোজ ডে-র দিন রোমিওদের কাছে যেন  “ভিলেন”  হয়ে উঠলো পুলিশ । এমনটাই মত প্রেমিকদের । স্কুল  থেকে শুরু করে পাড়ার রক , সবখানেই সাদা পোষাকে মহিলা পুলিশের আনাগোনায় চিন্তার ভাঁজ পরেছে  প্রেমিকদের । জানা গিয়েছে ভালোবাসার দিন যার পোষাকি নাম “ভ্যালেন্টাইন্স ডে” পর্যন্ত সাদা পোষাকের পুলিশের আনা গোনা লেগে থাকবে পুরো মহকুমা জুরে ।  কোথাও যেন নিস্তার  নেই তাদের । শুক্রবার দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি জানানা , এদিন দিনহাটা শহরের গোপাল নগর , দিনহাটা গার্লস হাই স্কুল , সোনি দেবী জৈন হাই স্কুল সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট দশ জন ইভটিজার কে গ্রেফতার করেছে পুলিশ । যার মধ্যে বেশিরভাগই নাবালক বলে তিনি জানান । জানা গেছে , বিভিন্ন স্কুল থেকে শুরু করে শহর ও শহরতলীর নানান প্রান্ত  থেকে ছেলে দের অহেতুক ঘোরা ফেরা ও মেয়েদের উত্যক্ত করার খবর পেয়ে নড়েচড়ে বসে দিনহাটা মহিলা থানা । আর এর পরেই দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরির নেতৃত্বে  নাবালক সমেত দশ জন যুবক কে গ্রেফতার করে দিনহাটা মহিলা থানার পুলিশ । মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি আরো জানান , আগামী কয়েকদিন সাদা পোষাকের পুলিশের নজরদারি আরো বারানো হবে । 

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. দারুণ খবর, ধন্যবাদ দিনহাটা পুলিশ প্রশাসন

    ReplyDelete
  2. oi school er mey rao kono ongahe kom na. prosasoner etao khoj neoa uchit

    ReplyDelete
  3. Happy valentines day guys.... 😁 😁

    ReplyDelete