রং খেলা সেরে স্নান করতে নেমে নিখোঁজ সহ মৃত এক



কোচবিহার , ২ মার্চ  ঃ হোলি খেলে নদীতে স্মান করতে গিয়ে এক বন্ধুর  মৃত্যু ও  এক বন্ধু নিখোজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ।  মৃত এক যুবকের নাম সুদীপ রায় ( ১৯) এবং  ধরলা নদিতে নিখোঁজ যুবকের নাম অনিমেষ চক্রবর্তী(২০) বলে পুলিশ সূত্রে জানা গেছে । এদের দুই জনের বাডি দিনহাটা শহরের খোয়ার পট্টি এলাকায় । শুক্রবার বিকালে দিনহাটার রথবাড়ি ঘাট এলাকায় ধরলা নদিতে এই ঘটনা ঘটে । এদিন রঙ খেলে বন্ধুরা সকলে মিলে দিনহাটার রথবাড়ি ঘাট এলাকায় ধরলা নদিতে স্মান করতে গেলে এই ঘটনা ঘটেনদীর জলে স্মান করতে গিয়ে   এক বন্ধুর মৃত্যু ও অন্য এক বন্ধু নিখোজের ঘটনায় গোটা এলাকায় সোকের ছায়া নেমে এসেছে । এদিন দিনহাটার রথবাড়ি ঘাট এলাকায় ধরলা নদিতে স্মান করতে গিয়ে দুই যুবক নিখোজের খবর পেয়েই দিনহাটার এস ডি পি ও কুন্তল বন্দ্যোপাধ্যায়ের  নেতৃতে  পুলিশ সেখানে ছুটে যায় । খবর পেয়েই দমকল কর্মীরা ছুটে গিয়ে দুই যুবক কে উদ্ধারের চেষ্টা সুরু করে ।  ঘটনার খবর পেয়েই রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ , তৃনমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি সাবীর সাহা চৌধুরী  প্রমুখরা ঘটনাস্থলে ছুটে যান এবং নিখোঁজ যুবক কে উদ্ধারে প্রশাসনকে সহজোগীতার হাত বাড়িয়ে দেন ।  সুদীপ রায় নামে  এক জন কে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । নিখোঁজ অনিমেষ চক্রবর্তী তৃনমূল ছাত্র পরিষদের ৮ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সহ সভাপতি ছিল বলে তৃনমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি সাবীর সাহা চৌধুরী জানান ।   এছাড়াও  নিখোঁজ  অপর যুবকের খোজে সন্ধ্যা সাতটায়  খবর লেখা পর্যন্ত নদীতে তল্লাসি জারি রয়েছে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.