আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও পোষ্ট মাস্টারকে গ্রেপ্তার ও সিবিআই তদন্তের দাবী এলাকার বাসিন্দাদের

দিনহাটা, ২৯ জানুয়ারিঃ আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও পোষ্ট মাস্টারকে গ্রেফতারের দাবী সহ সি বি আই তদন্তের দাবী জানালো আটিয়াবাড়ি এলাকার বাসিন্দারা । একশ  দিনের কাজের বেনিফিসিয়ারিদের অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি  টাকা জব কার্ড থেকে হাতানোর অভিযোগ তুলে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেসন দিল  বড় আটিয়াবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা । সোমবার স্থানীয় এলাকার বাসিন্দারা দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী ছারাও সাত দফা দাবিপত্র তুলে দেন । স্থানীয় বাসিন্দাদের মজনু মিয়া , আলেয়া বেওয়া , কুদ্দুস মিয়া , কালিচরন মন্ডল , লাইজু বিবি , আনারুল মিয়া , রামহরি বিশ্বাস প্রমূখ এই বেনিফিসিয়ারিরা দিনহাটার মহকুমা শাসকের কাছেও দিনহাটা-১ ব্লকের আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান  মহকুমা শাসকের কাছে তারা অভিযোগে উল্লেখ করে বলেন  আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০ জন বাসিন্দার জবকার্ড থেকে  কয়েক কোটি টাকা তুলে নেওয়া হয়েছে    এনিয়ে গ্রাম পঞ্চায়েত করতিপক্ষের কাছে বার বার জানানো স্বত্বেও কোন সদুত্তর না পেয়ে প্রতারিত বেনিফিসিয়ারিরা বিষয়টি নিয়ে দিন কয়েক আগে কোচবিহার হেড পোস্ট অফিসে লিখিত অভিযোগ করেন   এমনকি পুলিশে লিখিত অভিযোগ জানানোর পরেও দুর্নীতিতে জড়িত  পোস্ট মাষ্টার ও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কে গ্রেপ্তার করা হয়নি । এলাকার বাসিন্দারা মহকুমা শাসকের কাছে গ্রামীন কর্মস্থান যোজনায় ২০১৪ সালের ১লা জানুয়ারি থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত সমস্ত জব কার্ডের আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান । বাসিন্দারা ক্ষতিগ্রস্থ জব কার্ড ধারীদের ক্ষতি পুরনের দাবী জানান । পাশাপাশি গ্রামীন কর্মস্থান যোজনায় বিভিন্ন স্কিমের পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানান । রামহরি বিশ্বাস , মজনু মিয়া , আলেয়া বেওয়া , লাইজু বিবি , লতিফা বিবি , প্রমূখ এই বেনিফিসিয়ারিরা দিনহাটার মহকুমা শাসকের কাছেও এদিন দাবী জানিয়ে বলেন অবিলম্বেদুর্নীতিতে জড়িত  পোস্ট মাষ্টার ও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কে গ্রেপ্তার করা না হলে আগামীতে তারা আমরন অনসনে বসতে বাধ্য হবেন বলে জানান । বিষয়টি নিয়ে দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ বলেন  বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চাতেয়ের বাসিন্দাদের  দাবীপত্র পেয়েছি । দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে । মহকুমা শাসক আর বলেন , জব কার্ড বা ব্যাংকের পাশ বই আত্যান্ত জরুরি ও ব্যাক্তিগত । সে কারনে সাধারন মানুষকে জব কার্ড ও ব্যাংকের পাশ বই দীর্ঘদিন কার কাছে না রাখার কথাও বলেন । 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.