দিনহাটাঃ প্রয়াত জননেতা কমল গুহ ৯০ তম জন্মদিবস উপলক্ষে স্বাস্থ্য মেলা এবং সংহতি মেলা শুরু হচ্ছে দিনহাটায়। উৎসব কমিটির সম্পাদক বিধায়ক উদয়ন গুহ বলেন, আগামী ১৮ই জানুয়ারী থেকে ২৩ শে জানুয়ারী পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠান পাশাপাশি বেলা গুহ দুস্থ মহিলা ও শিশু কল্যান সমিতির উদ্যোগে আগামী ২০ও ২১শে জানুয়ারী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে সংহতি ময়দান প্রাঙ্গনে । সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে চিকিৎসকরা বিনামুল্যে রোগীদের স্বাস্থ্য পরিক্ষা করেন এই মেলায় । আগামী ১৮ই জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বলে উৎসব কমিটি সুত্রে জানা গেছে । আগামী ১৮ ই জানুয়ারী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছেন রোজগেরে গিন্নী খ্যাত লাজবন্তী রায় , প্রসুন ব্যানার্জী , তমা দে ,দেবশ্রী কুন্ডু , ১৯ শে জানুয়ারী সন্ধ্যায়্ থাকছেন অন্বেষা দত্ত এবং সৌম্য চক্রবর্তী, ২০ই জানুয়ারী সন্ধ্যায় থাকছেন মনোময় ভট্টাচার্য , মধুরা ভট্টাচার্য, কার্তিক দাস বাউল, ২১ শে জানুয়ারী সন্ধ্যায় থাকছেন রুপরেখা ব্যানার্জী এবং দুর্নিবার সাহা , ২২শে জানুয়ারী সন্ধ্যায় থাকছে কলকাতার বিখ্যাত অপেরা দিগবিজয়ী পরিবেশিত যাত্রাপালা কুরুক্ষেত্রে কাঁদছে কৃষ্ণসখী দ্রৌপদী এবং ২৩ শে জানুয়ারী থাকছে দিগবিজয়ী অপেরা পরিবেশিত যাত্রাপালা জঙ্গী হামলায় রক্তাক্ত কাশ্মীর অনুষ্ঠিত হবে বলে উৎসব কমিটির সম্পাদক বিধায়ক উদয়ন গুহ জানান ।ইতিমধ্যেউ প্রয়াত জননেতা কমল গুহ র ৯০ তম জন্ম দিবস উৎযাপন উপলক্ষ্যে জোড় প্রস্তুতি শুরু হয়েছে দিনহাটায় ।

