শিরনাম ডেস্ক , দিনহাটা, ২৭ ডিসেম্বরঃ একজনের ঘড় অন্যা জনকে দেওয়ার অভিযোগ উঠলো গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । দিনহাটার বড় আটিয়াবাড়ি এলাকার বাসিন্দা রিন্টু হকের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনার অর্ন্তভুক্ত ২০১৫-২০১৬ আর্থিক বছরে তার একটি ঘড়ের টাকা বরাদ্দ হওয়ার পরেও সে কোন ঘড় পায়নি। উল্টো গ্রাম পঞ্চায়েত প্রধানের ষড় যন্ত্র ও যোগশাসসে রিন্টু বাবুর প্রাপ্য ঘড় জনৈক সফিকুল আলী কে দেয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত বড় আটিয়া বাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আসা এই অভিযোগ কে ঘিরে পঞ্চায়েত ভোটের আগে রাজ নৈতিক মহলে তীব্র আলোড়োন ছরিয়ে পড়েছে। বুধবার দিনহাটা ১ব্লকের সমষ্ঠি উন্নয়ন আধিকারিকের কাছে বড় আটীয়াবাড়ি এলাকার রিন্টু হক নামের এক ব্যাক্তি সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান জানকী দাসের নামে এই অভিযোগ করে। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার পিতা সফিকুল ইসলামের নামে ২০১৫-২০১৬ আর্থিক বছরে ইন্দিরা আবাস যোজনার একটি ঘড় বরাদ্দ হয় যার আই ডি নং ডাব্লু বি-০৮-০০৫-০০২-০০৮ । অভিযোগ , দিনহাটার বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানকী দাস ছাড়াও কয়েক জন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জনৈক সফিকুল আলী কে ইন্দিরা আবাস যোজনার অর্ন্তভুক্ত সেই ঘড় দেয় যার আই ডি নং ডাব্লু বি ডাব্লু বি-০৮-০০৫-০০২-০০৯/৪১০২৩ । বিষয়টি নিয়ে বড় আটীয়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল মান্নান রিন্টু হকের এই অভিযোগ ভিত্তি হীন বলে উওড়িয়ে দেন। তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই ইন্দিরা আবাস যোজনার অর্ন্তভুক্ত ঘর গুলি প্রদান করা হয়।
