সর্ব ধর্ম সমন্বয়ে বড়দিনের আনন্দে মাতলো দিনহাটা বাসী

বড়দিনে কেক কাটছে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক।- নিজস্ব চিত্র  
শিরনাম ২৪  ডেস্ক, দিনহাটা, ২৫ ডিসেম্বরঃ সর্ব ধর্ম সমন্বয়ে বড়দিনের আনন্দে মাতলো দিনহাটা বাসী। দিনহাটা শহরের বৌ বাজার চার্চে পালিত হলো বড়দিন। বড়দিন উপলক্ষ্যে চার্চে ভীর ছিল চোখে পড়ার মতো । এ দিন চার্চে এসে প্রভু যীশুর কাছে কোচবিহার সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় , তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাবির সাহা চৌধুরি, দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়, নারায়ন শর্মা   সহ বিশিষ্ঠরা প্রার্থনা জানান। প্রার্থনা জানিয়ে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক কেক কেটে বড়দিন পালন করেন। ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে বড় দিনের আনন্দ উপভোগ করার কথা কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.