কোচবিহার জেলা সাংবাদিক ও জেলা পুলিশের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল কোচবিহার পুলিশ লাইনের মাঠে



কোচবিহার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের সেফ  ড্রাইভ সেভ লাইফ এই স্লোগান  কে সামনে রেখে শনিবার  কোচবিহার পুলিশ লাইনের মাঠে কোচবিহার জেলা সাংবাদিক ও জেলা পুলিশের মধ্যে একটি প্রীতি  ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল । এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাংবাদিক  একাদশ  ৬৬ রানে আটকে যায়। পরে জেলা পুলিস সুপার ডঃ ভোলানাথ  পান্ডের নেতৃত্বে পুলিশ একাদশ মাঠে ব্যাট করতে  নামেন। তারাও তীব্র প্রতিদ্বন্দিতার সন্মুখীন হন ।  ১৫ ওভারে ম্যাচ জেতার জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয় পুলিশ একাদশ।  শেষ মেশ সাংবাদিক একাদশ কে হারিয়ে  পুলিশ জয় লাভ করে। এদিন খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডের বলেন , সাংবাদিক ও পুলিশ একসাথে মিলে মিশে থাকলে জেলায় কোনো সমস্যা পুলিশের দৃষ্টীর বাইরে থাকবে না একই সাথে সাংবাদিক দের কাজ ও অনেকটা পুলিশের মতন, তারা উর্দী পরে না শুধু।
তারাও বছরের ৩৬৫ দিন ২৪ ঘন্টা করে কাজ করে। এটা উভয়ের জন্যেই মনোরঞ্জনদায়ক ।একই সাথে পুলিশের তরফে সকল  কোচবিহার বাসীকে বাইক চালানোর সময় মাথায় হেলমেট ব্যবহারের আর্জি জানানো  হয়েছে। পুলিশ সুপার বলেন , আগামী  ১লা তারিখ থেকে আরো কড়া হচ্ছে প্রশাসন, তাই কোন বাসিন্দার সাথে পুলিশের অকারন মনোমালিন্য যাতে না হয় সেদিক বিচার করেই হেলমেট ব্যবহারের ওপর জোড় দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.