জুয়া খেলার সচেতনতা প্রচারে এগিয়ে এলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি

শিরনাম ডেস্ক, দিনহাটা, ২২ ডিসেম্বরঃ জুয়া খেলার  সচেতনতা প্রচারে এগিয়ে এলেন দিনহাটা এস ডি পি ও  কুন্তল ব্যানার্জি। বৃহস্পতিবার রাতে সাবেক ছিট কড়লা এলাকায় একটি  যাত্রপালার মঞ্চে উঠে এস ডি পি ও   কুন্তল ব্যানার্জি  নিঃশুল্ক যাত্রা ও জুয়া খেলার  কারন সমন্ধে সচেতন করলেন এলাকার বাসিন্দাদের। দিনহাটা মহকুমায় বিগত কয়েক বছর জুয়া খেলা প্রায় বন্ধ থাকলেও সম্প্রতি পুনরায় জুয়া খেলা শুরু হওয়ার আভিযোগ পেয়ে এমনি প্রয়াসে নামল দিনহাটা এস ডি পি ও  ।দিনহাটা মহকুমার কিছু কিছু প্রত্যান্ত  গ্রামে যাত্রা পালার  নাম ভঙ্গিয়ে  গজিয়ে ওঠে জুয়ার আসড়। আর সেই জুয়া খেলার কারনে পারিবারিক অশান্তি থেকে শুরু করে চুরি দিনকে দিন বাড়ছে বলে জানান এস ডি পি ও। তিনি আরো বলেন যাত্রা বা বিচিত্রানুষ্ঠান গ্রামের মানুষের মনরঞ্জন কিন্তু কিছু শ্রেনীর মানুষের মদতে চলছে এই জুয়া খেলা। উল্লেখ্য, অশ্লীল নাচ ও জুয়ার আসড়ের হাত থেকে গ্রামের মানুষকে রক্ষা করতে  দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি যখন  এহেন উদ্যগ নিয়েছেন ঠিক তখন পুলিশের একটি অংশের মদতেই চলে অশ্লীল নাচ ও জুয়ার আসড় বলে অভিযোগ ।প্রসঙ্গত  শীত পড়তেই দিনহাটা মহকুমার বিভিন্ন থানে  শুরু হয়েছে যাত্রাপালার নাম ভাংগিয়ে আশ্লীল নাচ ও জুয়া খেলা।  বিগত কয়েক বছর জুয়া খেলা বন্ধ থাকলেও এ বছর কালিপুজোর পর থেকে আবার শুরু হয় এই খেলা। তার সাথে চলতে থাকে অশ্লীল নাচ।কার্যত  পুলিশকে ম্যানেজ করেই চলে  বলে অভিযোগ। এদিন পুলিশ আধিকারিক সাবেক ছিট কড়লার যাত্রাপালার মঞ্চে ঊঠে স্থানীয় বাসিন্দা সহ বিশেষ করে মহিলাদের নানা ভাবে সচেতন করেন। পুলিশের এই আধিকারিকের সচেতনতা  স্থানীয় মহিলাদের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.